16-05-2024, 09:12 PM
(06-05-2024, 05:28 AM)বহুরূপী Wrote: পর্ব ৮ei jaygar bornona apoorva
তারপর মেলায় নানাধরনের দোকান ঘুড়তে ঘুড়তে কিছু কেনাকাটা করে তারা। সঞ্জয় নিজেও সবার আড়ালে কিছু কিনে পাঞ্জাবী পকেটে ভরে নিল। এদিকে মন্দিরা একটি পুতুল বগলদাবা করে,একহাতে জিলেপি ও অন্য হাতে তার ছোট্ট ভাইয়ের জন্যে নেয়া বেলুন বাঁশিটিতে মাঝে মাঝেই ফুঁ দেয়। একই সঙ্গে তার গাল ও বেলুন দুটোই ফুলতে থাকে। পঁ পঁ শব্দ হয়। তবে ছোট্ট মেয়েটাকে কে বোঝাবে,তার ছোট্ট ভাইটি জন্যে এই বাঁশি বাজানো মুশকিল।
অবশেষে মাঠের এদিকে ধান ক্ষেতের পাশে একটা খালি জায়গায় বসে তারা একটু বিশ্রামের জন্যে।নয়নতারা ও হেমলতা গ্রামের কয়েকটি মেয়ের সাথে বসেছে।এবং এতোক্ষণ পরে নয়নতারার মুখে হাসি দেখা যাচ্ছে।হটাৎ সঞ্জয়ের কি হলো বোঝে না সে।এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নয়নতারার দিকে। তার বৌদিমণির হাস্যজ্জল সুন্দর মুখটির থেকে চোখ সরাতে পারে না সে। লাল টুকটুকে একটা শাড়ি নয়নতারার দেহে।মাথার কাপড়ের আড়ালে তার লম্বা কোকড়ানো চূলগুলো খোঁপায় করা।সঞ্জয়ের মন আনচান করে সেই খোঁপা খুলে দিতে,ফোলা ফোলা গাল দুটো টিপে দিতে। মনের ভাবনার ভিড় করে,বৌদিমণির গাল টিপলে বা ঐ লাল আভা ঠোঁটে চুমু খেলে কি হবে,সে কি হেমলতার মতোই লজ্জায় রাঙা হয়ে উঠবে! ভাবনার মাঝে দুই জোরা চোখের মিলন হয়।দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে এক পলকহীন দৃষ্টিতে। সঞ্জয় বোঝা না কি হয়েছে তার,বলা চলে বোঝার চেষ্টাও করে না সে। এদিকে নয়নতারা মুখমণ্ডল লাল করে চোখ নামিয়ে নেয়। বিধাতার এই অদ্ভুত রীতি, মেয়েরা যে বুঝতে পারে পুরুষদের কামনার দৃষ্টি! তাদের থেকে কি আর লুকানো যায়....