16-05-2024, 01:41 AM
এই শেষ পর্বটি পড়ে ঠিক কি বলা উচিত বুঝতে পারছিনা। এমন কিছু যে পেতে চলেছি ভাবতেও পারিনি। তবে একদিক থেকে যেন পূর্ণতা পেলো একটা মুহূর্ত বা বলা উচিত একটা সার্কল কমপ্লিট হল। যে মা সন্তানের প্রতিশোধ নিতে এক নাগকে শেষ করে দিয়েছিলো, সেই নারীই সকল ভয় ভীতি উপেক্ষা করে যোনির খিদে ও মানসিক টানাপোড়েনের তাড়নায় সেই বিষাক্ত সরীসৃপকে নিজের অন্তরে জায়গা দিলো। আর কোনো ভয় নয়, হয়তো পিছুটান গুলোও অদৃশ্য হয়ে আসছে। পড়ে রয়েছে চাঁদ তার ভবিষ্যত, কর্তব্য ও একাকিত্ব। সেই একা থাকাটুকুতে শুধু ওই নারীর অধিকার। সে যা ইচ্ছে তাই করবে। সে তখন স্বৈরাচারী। আবার রিপুর কাছে সামান্য দাসীও বটে। ওই নাগ তার নাগর। এই নাগর সুখে ভেসে বেরিয়ে নিজের নারীত্বকে বাঁচিয়ে রাখতে চায় সেই মা। এখানে পিকলুর কোনো স্থান নেই। তাই সম্পূর্ণ অপরিচিত হয়ে নিজের ভবিষ্যতে মনোনিবেশ করুক সে। মা না থাকুক, হয়তো সবসময়ের জন্য পাশে থাকবে এক নতুন নারী। যে পিকলুকে পরিচয় করাবে নতুন ছোট্ট পিকলুর সাথে। ❤️❤️❤️