15-05-2024, 09:30 PM
(15-05-2024, 08:54 PM)ray.rowdy Wrote:হেনরী দা যাই লিখুক অনবদ্য।। আমার যতদূর মনে আছে দাদা একটা বড় উপন্যাস লিখছিলেন "আব্বাজান" বলে।। সেটার লেখার কাজ কতদূর জানতে পারলে ভালো হত।। বাকি হেনরী দা যাই পরিবেশন করবেন সেটা শুধু গেলার অপেক্ষা রাখে।। সুস্হ থাকবেন।।অনবদ্য়। হেনরীদা, আপনার আরেকটি সুন্দর গল্প শেষ হলো। আপনার লেখার একজন গুনমুগ্ধ পাঠক হিসেবে অনুরোধ রইলো, আপনি আপনার 'মঙ্গলসূত্র' গল্পটিকে এবার শেষ করুন। এটা একজন পাঠকের আবদার, রাখবেন কি না রাখবেন সেটা আপনার ইচ্ছে-অনিচ্ছে, আপনার ভালো-মন্দ সময়-অসময় অনুসারে। তবে আপনি যাই লিখবেন জানি যে তা খুব সুন্দর হবেই। আপনার পরবর্তী লেখার অধীর আগ্রহে অপেক্ষা করবো। আর সেটা যদি ভাগ্যক্রমে 'মঙ্গলসূত্র' হয়ে যায়, এমন কি 'হেমন্তের অরণ্যে' তো পোয়া বারো। শুভেচ্ছা রইল