12-05-2024, 09:21 AM
(12-05-2024, 01:26 AM)Baban Wrote: ৫/৬ পর্বের ছোট গল্পই লিখুন দরকার হলে মাঝারি সাইজের আপনার হরর থিম সত্যিই মিস করি।এভাবে অবসরে চলে যাইয়েন না প্লিজ।
আপনি ও আপনারা যে আমার পুরাতন সব সৃষ্টি এতদিন ধরে ভালোবেসে এসেছেন তার জন্য যত ধন্যবাদ দিইনা কেন কম। আপনাদের জন্যই লিখতে লিখতে এক নবাগত পাঠক ও লেখক আজকের বাবান হয়ে উঠতে পেরেছে। ❤️
আজ্ঞে আর হয়তো আগের মতো সেই বড়ো ও লম্বা পর্বের গল্প লেখা হয়ে উঠবেনা। হয়তো এক বা তার অধিক পর্বের কিছু লিখতেও পারি। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো সৃষ্টি যোগ্য ভালোবাসা পায়না কারোর কাছে। তার চেয়ে না লেখাই শ্রেয় বলে মনে করি। সবকিছুর একটা সমাপ্তি থাকা প্রয়োজন। ধরে নিন সেই বড়ো গল্পের লেখক বাবান এখানেই ইতি টেনেছে।



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)