12-05-2024, 01:26 AM
(07-05-2024, 01:30 AM)Dani0788 Wrote: আপনার লেখা খুব মিস করি আমরা। একটা গল্প শুরু করুন পাঠক দের জন্য
(07-05-2024, 03:21 PM)Shuhasini22 Wrote: দাদা আপনি কি আর কোনো দিনও বড় গল্প লিখবেন না অনেক তো সময় গেলো। বড় একটা গল্প আমরা পাঠকরা সত্যিই আবার পড়ার সুযোগ ডির্জাব করি।
আপনি ও আপনারা যে আমার পুরাতন সব সৃষ্টি এতদিন ধরে ভালোবেসে এসেছেন তার জন্য যত ধন্যবাদ দিইনা কেন কম। আপনাদের জন্যই লিখতে লিখতে এক নবাগত পাঠক ও লেখক আজকের বাবান হয়ে উঠতে পেরেছে। ❤️
আজ্ঞে আর হয়তো আগের মতো সেই বড়ো ও লম্বা পর্বের গল্প লেখা হয়ে উঠবেনা। হয়তো এক বা তার অধিক পর্বের কিছু লিখতেও পারি। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো সৃষ্টি যোগ্য ভালোবাসা পায়না কারোর কাছে। তার চেয়ে না লেখাই শ্রেয় বলে মনে করি। সবকিছুর একটা সমাপ্তি থাকা প্রয়োজন। ধরে নিন সেই বড়ো গল্পের লেখক বাবান এখানেই ইতি টেনেছে।