11-05-2024, 11:45 PM
(10-05-2024, 02:11 AM)Nirjon_ahmed Wrote: আপনি আমার জুনিয়র না সিনিয়র?
আপনার হাতের লেখা সেই। আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে গণরুম সম্পর্কে একটা তথ্য দেই। মেয়েরা গণরুমে শুনেছি বাঙ্কে থাকে।
Its my honor যে আপনি আমার পোস্টটি পড়েছেন এবং মতামত জানিয়েছেন। আমি আপনার লেখার একজন ভক্ত, "কেবলই প্রান্তর তাহা জানে", কিংবা "নগদ যা পাই", অথবা "যৌবনের ভাদ্র মাস" কতোবার যে পড়েছি তার ইয়াত্তা নেই।
আমার গ্র্যাজুয়েশন ২০২১, আপনি সম্ভবত সিনিয়র হবেন। বয়সে বড়ো না হলেও লেখনীর দিকদিয়ে আপনি অবশ্যই অগ্রজ। এই লেখার প্লটটাও স্বপ্নযোগে পাই আপনার একটা গল্প পড়ার পর।
আমার ভার্সিটিতে মেয়েদের গণরুমে ফ্লোরিং হতো, হলেরল্ল অডিটোরিয়াম কিংবা গেমরুমের ফ্লোরে সারিসারি তোষক পেতে শুয়ে থাকতো সবাই। ব্যক্তিগত জায়গা ছিলো নিজের তোষকটুকুই, এখনও এমনটা হয় কিনা তা জানি না। রুমের মাঝে ফোন রিসিভ করা তো দূর, সাইলেন্ট মোডে রাখতে হতো৷ প্রেম করতে চাইলে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হতো। নয়তো সিনিয়ররা অত্যাচার করতো৷
এখনকার অবস্থা জানি না, তিন বছর হলো যোগাযোগ নেই ভার্সিটির সাথে।
বাঁশ খাই, বাঁশ দিই