11-05-2024, 09:17 PM
মা আমি বুঝতে পেরেছি তারপর কি হয়েছে। তারমানে আমার আসল বাবা দাদু তাই তো। মা মাথা নিচু করে বসে আছে। বাবা বাচ্চা জন্ম দিতে অখম তাইত। আচ্ছা এটা কি বাবা জানত। মা তখন সে জানত না। জেনেছে বেশ কয়েক বছর পর। তোমার বয়স যখন ১৪ বছর এতদিন সে জানতো না। আমি কি করে জানল বাবা। মা কি বলব তোমাকে একদিন আমাদের দেখে ফেলেছিল, আর ওই দেখার পর সে নেশা করতে শুরু করে আর এক বছরের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়। তোমার দাদু অনেক চেস্টা করেছে বোঝাতে কিন্তু সে শোনেনি, আর এদিকে আবার এতদিন পর আমার দ্বিতীয় বাচ্চা পেটে আসে, আমারা তোমার বাবার সম্মুখীন কি করে হব তাই আমরা বাড়ি থেকে বেড়িয়ে যাই, আগে তোমার দাদু তার দুইদিন পর আমি তুমি তো সব জানো। ইচ্ছে ছিল না তোমাকে ফেলে আসব কিন্তু সময় ছিল না নস্ট করার মতন তাই বাধ্য হয়ে চলে আসি এইখানে আর এইখানে থাকতে শুরু করি। সব খোজ উনি নিত। আমি উনি এখন কই গেছে। মা সে এখন খুব অসুস্থ গেছে কলকাতায় পেনশন তুলতে। এখন আর তেমন করে হাটা চলা করতে পারেনা। লাঠি লাগে। আমি জানিনা ভুল করেছি না ঠিক করেছি। এবার তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব।
আমি হলাম তোমার অবৈধ সন্তান, আমি কেন ওই বাচ্চাটাও অবৈধ সন্তান। তুমি অর্থের লোভে এই কাজ করেছ, মায়ের আসন ছেলের কাছে সবচাইতে উপরে কিন্তু আমি তোমাকে সেই আসনে রেখেছিলাম কিন্তু এখন আর রাখতে পারলাম না। আমার কাগজ পত্রে নাম অমুক আর আসলে আমার বাপ অমুক না ভাবতে পারি না আমি একটা জারজ সন্তান। বাপকে দাদু বলে ডাকি আর দাদাকে বাবা বলে ডাকি উ কি সম্পর্ক আমার। না এখানে তো থাকা যাবেনা আমাকে আমার পথ দেখতে হবে। কথায় আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। কালকে সকালে উনি আসার আগে আমি চলে যাবো আমাকে আটকাবেনা কিন্তু। তুমি তোমার নতুন স্বামী নিয়ে এখানে থাকো আমি যাই আমার গন্তব্যে। এ জিবনে হয়ত আর দেখা হবেনা তোমার সাথে আমার। বলেছিলে আমার রক্ত খারাপ তোমার রক্ত কত ভালো, লোভে পরে নিজের স্বত্বা বিসর্জন দিয়েছ তুমি, অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে নিজের দিকে তাকাও।
মা আমার কথা শোন একবারের জন্য আমার কথা ভাবো, আমার যে যাওয়ার কোন জায়গা ছিল না, মামা বাড়ি ফিরে যেতে পারবো না কি করে কি করতাম আমি, ওইখানে তো একজন ছিল বাইরে বেড়িয়ে গেলে আমি যে নষ্ট হয়ে যেতাম। আমি বললাম না আমি পরিস্থিতির শিকার। আমার যে আর দ্বিতীয় কোন পথা ছিল না। তুমি একবার আমার কথা ভাবো। আমি কি করতে পারতাম। উনি আসুক ওনার সাথে কথা বলে তারপর যা হয় তাই কর। আমার এই শেষ অনুরোধ টা রাখো। আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে ছেরে চলে যেও না। এই বলে আমার হাত ধরল আমাকে মাপ করে দাও সব করেছি তোমাদের বংশ রক্ষা করার জন্য। আমার স্বামী সন্তান জন্ম না দিতে পারলেও সে অক্ষম ছিল না। তোমার বংশ রক্ষা করতে আমাকে এই কাজ করতে হয়েছে। আমি বললাম তুমি বল কোন সন্তান নিজের মায়ের এই কুকীর্তি জানার পর তার অবস্থা কি হয় সে কি করতে পারে। আচ্ছা তুমি যাও উনি আসুক তারপর না হয় আমি যাবো, যাও গিয়ে তুমি ঘুমিয়ে পর, আমি এ ঘরে ঘুমাচ্ছি।
আমি হলাম তোমার অবৈধ সন্তান, আমি কেন ওই বাচ্চাটাও অবৈধ সন্তান। তুমি অর্থের লোভে এই কাজ করেছ, মায়ের আসন ছেলের কাছে সবচাইতে উপরে কিন্তু আমি তোমাকে সেই আসনে রেখেছিলাম কিন্তু এখন আর রাখতে পারলাম না। আমার কাগজ পত্রে নাম অমুক আর আসলে আমার বাপ অমুক না ভাবতে পারি না আমি একটা জারজ সন্তান। বাপকে দাদু বলে ডাকি আর দাদাকে বাবা বলে ডাকি উ কি সম্পর্ক আমার। না এখানে তো থাকা যাবেনা আমাকে আমার পথ দেখতে হবে। কথায় আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। কালকে সকালে উনি আসার আগে আমি চলে যাবো আমাকে আটকাবেনা কিন্তু। তুমি তোমার নতুন স্বামী নিয়ে এখানে থাকো আমি যাই আমার গন্তব্যে। এ জিবনে হয়ত আর দেখা হবেনা তোমার সাথে আমার। বলেছিলে আমার রক্ত খারাপ তোমার রক্ত কত ভালো, লোভে পরে নিজের স্বত্বা বিসর্জন দিয়েছ তুমি, অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে নিজের দিকে তাকাও।
মা আমার কথা শোন একবারের জন্য আমার কথা ভাবো, আমার যে যাওয়ার কোন জায়গা ছিল না, মামা বাড়ি ফিরে যেতে পারবো না কি করে কি করতাম আমি, ওইখানে তো একজন ছিল বাইরে বেড়িয়ে গেলে আমি যে নষ্ট হয়ে যেতাম। আমি বললাম না আমি পরিস্থিতির শিকার। আমার যে আর দ্বিতীয় কোন পথা ছিল না। তুমি একবার আমার কথা ভাবো। আমি কি করতে পারতাম। উনি আসুক ওনার সাথে কথা বলে তারপর যা হয় তাই কর। আমার এই শেষ অনুরোধ টা রাখো। আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে ছেরে চলে যেও না। এই বলে আমার হাত ধরল আমাকে মাপ করে দাও সব করেছি তোমাদের বংশ রক্ষা করার জন্য। আমার স্বামী সন্তান জন্ম না দিতে পারলেও সে অক্ষম ছিল না। তোমার বংশ রক্ষা করতে আমাকে এই কাজ করতে হয়েছে। আমি বললাম তুমি বল কোন সন্তান নিজের মায়ের এই কুকীর্তি জানার পর তার অবস্থা কি হয় সে কি করতে পারে। আচ্ছা তুমি যাও উনি আসুক তারপর না হয় আমি যাবো, যাও গিয়ে তুমি ঘুমিয়ে পর, আমি এ ঘরে ঘুমাচ্ছি।