11-05-2024, 01:20 PM
(11-05-2024, 02:46 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: বাডি ভাই
আপনি তো ফোরামের প্রথম থেকেই আছেন। দেখুনতো কিছু করতে পারেন কিনা এ ফোরামের জন্য।এডমিনের সাথে কথা বলে।
আগে কত ভালো ভালো লেখকরা ছিলেন এক এক করে সব সটকে পড়লো।আগে কত ইনসাইড আউটসাইডার পাঠক পাঠিকারা ছিলেন।আমিও প্রায় দুই বছর অনিয়মিত আউটসাইডার ছিলাম।এখন সে সংখ্যা দেখলে আফসোস ছাড়া আর কিছুই করার নেই।
এক বছর ব্যান থাকার পর থেকে দেবু ভাই তো নিশ্চুপ হয়ে রয়েছেন।আগে প্রায় প্রতিটি গল্পেই তাকে পাওয়া যেত।
আবারো সরব হয়ে উঠবে এ ফোরাম।
এ আশাতে এখনো আছি।
-------------অধম
সবই জানা। কিন্তু কিছু করার নেই। ddey333-র জন্য দু একবার admin কে message করেছিলাম, কিন্তু কাজের কাজ কিছু হয় নি। সমস্যার কারন এবং আমাদের বক্তব্য তাকে বোঝাতে পারিনি।