08-05-2024, 07:42 PM
(08-05-2024, 07:29 PM)বহুরূপী Wrote:আমিও একমত। আগের পুরুষদের মতো পুরুষত্ব এখন আর পুরুষদের মধ্যে নেই।
প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী তর্ক করার জন্যে।
যে ভালোবাসাকে আপনি ভন্ডামি মনে করেন,সেই ভালোবাসা দৃশ্যমান বস্তু,নাকি অন্য কিছু তা ভেবে লাভ কি ভাই?
আমাকে জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাই বলছি শরীর ও মন দুটোই শক্তিশালী না হলে এই জীবনে চলা কষ্ট কর।
আর শেষের লাইন টা ভুল লিখেছেন।আজকাল বিদেশি হাওয়া লেগে পুরুষেরা ধিরে ধিরে কাকোল্ড শ্রেণীতে পরিবর্তিত হচ্ছে।তবে আমি সিংহ পুরুষের ধারণায় বিশ্বাসী।তাই শিকার হয়ে নয়, শিকারী হয়ে বাচঁতে শিখেছি
আগে এক পুরুষের কথায় পুরো বাড়ি চলতো,সব ছিল একান্নবর্তী পরিবার। এখন বউদের আঙুলের ডগায় পুরুষেরা ঘোরে। এক সংসার ভেঙে হয় খন্ড খন্ড।যাচ্ছে তাই অবস্থা।