07-05-2024, 12:46 PM
(04-05-2024, 11:37 PM)nabilabashar Wrote:প্রাককথন
আমি কোনো প্রফেশনাল লেখিকা নই। অনেকদিন ধরেই বিভিন্ন সাইটে গল্প পড়ে হটাত ইচ্ছে হলো নিজের জীবনের কিছু জিনিসও শেয়ার করি। সেই থেকেই "লুকানো কথা" নামে একটি গল্প লিখার ইচ্ছা হলো।
গল্পের সব যে সত্য তা নয়। নিজের জীবনের সাথে আমার নিজের কিছু অদ্ভুত আর খুব নোংরা কিছু ফ্যান্টাসির কথা এই গল্পে তুলে ধরার চেষ্টা করবো।
কিন্তু একজন মানুষ তখনই কিছু বলতে চায় যখন তার কথা কেউ শুনতে চায়। সেটা স্বামী হোক, বন্ধু হোক বা তার ছেলে মেয়ে কিংবা ছেলেবেলার কোনো পুরোনো সখা । তাই আশা করবো আপনারাও আমার সাথে থাকবেন। আর পাশে যে আছেন সেটা জানানোর জন্য নিজেদের কথাও আমার সাথে শেয়ার করবেন । গল্প পড়তে পড়তে আমার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন।
পুনশ্চঃ আমি গল্প পড়লেও লিখার কায়দা সম্পর্কে একদমই আনাড়ি। তাই লেখার ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভাইয়া ও আপুরা ।
লিখে ফেলুন। কয়েকটা আপডেট আগে থেকেই রেডি রাখবেন, যাতে নিয়মিত হতে পারেন।