07-05-2024, 12:42 PM
(07-05-2024, 10:40 AM)Henry Wrote: পাঠকের ভালোবাসাই সম্পদ। আপনাদের মত অসংখ্য পাঠক আমাদের ভালোবাসা যোগান। আমরা যারা এখানে গল্প লিখি এবং পড়ি তারা সকলেই ব্যক্তিজীবনে সাধারণ জনজীবনের নৈতিকতা নিয়ে চলি। সেই নৈতিকতায় ভালো আছে বেশি, গোপন দুস্টু ফ্যান্টাসিও আছে প্রত্যেক মানুষের মত। পর্নোর আধিপত্যর দিনেও যারা গল্প পড়তে চান তারা আসলে সাহিত্য প্রেমী। তারা যেমন রবীন্দ্রনাথ, শেক্সপিয়র, সুনীল, সমরেশ পড়েন তেমন যৌনতার ফ্যান্টাসিময় জগতেও সাহিত্য বেছে নেন। তারা কেউ ধর্ষক নন, খুনিও নন। আমিও নই। আমিও ভালোবাসাকেই সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করি। তাই যৌনতার গল্পে কিছু ডার্ক বিষয় থাকলেও ভালোবাসাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করি। শম্ভুর বা বুধনের ভালোবাসা কিংবা কানু বা আকবরের বা সেই কুলি দুই ভাইয়ের ভালোবাসার অভিব্যক্তি এক ধরনের নিম্ন শ্রেণীর জনজীবনের আঙ্গিকে। আবার উচ্চ মধ্যবিত্ত নারীদেরও যেখানে গোপনে কখনো ইচ্ছে থাকে ঐ প্রবল যৌন ক্ষমতাধর মানুষটিকে পাবার, সাংসারিক জীবনের একাকীত্ব ঘোচানোর সে ভালোবাসা এক ধরনের। সব নিয়ে ভালোবাসার জয় হোক। মানুষ তার প্রাগৈতিহাসিক পশুপ্রবৃত্তি, যৌনতা, ভালোবাসার মধ্যবর্তী নৈতিকতা ও অনৈতিকতার দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকুক। এসব গল্প তারই সহসী প্রতিচ্ছবি। দুঃখের সাথে জানাচ্ছি এই গল্পের সম্ভবত শেষ আপডেট আসতে এ সপ্তাহ পার হয়ে যাবে।
দাদা, আপনি কি করবেন জানি না। এই গল্প যদি এখানেই যদি শেষ হয়, তাহলে অনেক না বলা কথা আড়ালেই থেকে যাবে। পীযুষ ও তার ছেলের জন্য খুব খারাপ লাগছে, কি অপরাধ ছিল ওদের!!!