05-05-2024, 08:37 PM
(05-05-2024, 02:47 PM)UttamChoudhury Wrote: আচ্ছা ভাই পলাশ, তোমার সকল মা কে দেখছি - তাঁরা দরিদ্র ঘরের মানুষ। দরিদ্র মানুষেরা সাধারণতঃ অপুষ্টির জন্যে খর্বকার হন। মাঠে ঘাটে তাইই দেখা যায়। একমনি মাঝারি আকৃতিও বিরল।
তো তোমারা সব মায়েরা এত দীর্ঘাঙ্গিনী কি করে? একজন দুজন হতে পারে। তা বলে সবাই?
আমি রোগা মায়েদের গল্প ডিটেলস এ মনে রাখিনি, তাই লিখিও নি। আমার দীর্ঘাঙ্গিনী আর পৃথুলা নারী পছন্দ। তাই সেই গল্প গুলোই মনে রেখেছি। আর দরিদ্র মানেই কোনো মানুষ দুবেলা খেতে পায়না এটা ভাবা ভুল। আর লাল চাল, পান্তা ভাত, ফেনা ভাত এগুলোর কিছু বিশেষ গুণ আছে। আর ধনী মানুষ যে রোগা হয় না তার কি মানে আছে। সিনেমার নায়িকাদের দেখেননি? গ্রামের মানুষ আর্থিক ভাবে দুর্বল হতে পারে, কিন্তু ক্ষেতের ফসল, বাগানের ফল, পুকুরের মাছ ইত্যাদির অভাব হয়না। বিশ্বাস নাহলে একটু গ্রামে গ্রামে ঘুরুন। আর আমার লেখায় দীর্ঘাঙ্গিনী আর পৃথুলা মায়েদর ছাড়া অন্য গল্প আশা করা বৃথা। অনেক ভালো লেখক এই ফোরামে আছেন, তারা সুন্দর গল্প লিখেছেন ৩৬-২৪-৩৬ মায়েদের। আমার পছন্দ আলাদা, আমার গল্পের স্টকও আলাদা।