05-05-2024, 03:52 PM
(04-05-2024, 04:59 PM)Joynaal Wrote: আপনাদের কাছে উৎসাহ পেয়ে আরো কিছু গল্প লিখে ফেলেছি। গল্পগুলোর ফন্ট সাইজ যতটা সম্ভব বড় আকারের দেবো যেন আপনাদের পড়তে সুবিধা হয়। সব গল্প এই একটি থ্রেডেই পোস্ট করবো। এই ফোরামের পুরনো অগ্রজ লেখক লেখিকারা এমন পরামর্শ-ই দিলেন।
উনাদের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন যে, গল্পের আকার খুব বেশি বড় না হলে বা একেবারেই ভিন্ন আঙ্গিকের কিছু না হলে এভাবে একই থ্রেডে সব লেখা পোস্ট করাই নাকি সুবিধাজনক। অনেক আগে থেকেই বিনটাব, হেনরি, শিমুল দে এভাবে সমধর্মী ও সম-আকারের সব গল্প একই থ্রেডে গুছিয়ে রাখতেন। তাই, উনাদের দেখানো পথে আমিও হাঁটা ধরলাম।
এক থ্রেডেই তবে সবকিছু হোক। আমার লেখালেখি, আপনাদের মতামত, সমস্ত আলোচনা এখানেই জমে যাক।
অপেক্ষায় আছি