05-05-2024, 02:47 PM
(03-05-2024, 05:13 AM)Sotyobadi Polash Wrote: কমলের কথাআচ্ছা ভাই পলাশ, তোমার সকল মা কে দেখছি - তাঁরা দরিদ্র ঘরের মানুষ। দরিদ্র মানুষেরা সাধারণতঃ অপুষ্টির জন্যে খর্বকার হন। মাঠে ঘাটে তাইই দেখা যায়। একমনি মাঝারি আকৃতিও বিরল।
"ছোটোবেলা থেকেই মায়ের খুব ন্যাওটা ছিলাম। বাবা অন্য প্রদেশে মজুরের কাজ করতেন। বছরে গুনে গেঁথে ৩০ ৪০ দিনের বেশি ছুটি পেতেন না। বাড়িতে থাকতাম মা, আমি, দাদু, ঠাকুমা। দরমার বেড়ায় তৈরী বাড়ি। উপরে টিনের চাল। বাড়ি সংলগ্ন আমাদের মাঝারি মাপের ধানক্ষেত।
তো তোমারা সব মায়েরা এত দীর্ঘাঙ্গিনী কি করে? একজন দুজন হতে পারে। তা বলে সবাই?