Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
?বর্তমানের রানার?

 
রানার ছুটেছে Amazon থেকে বস্তা বইছে কাঁধে
রানার চলেছে Swiggy প্যাকেট সাথে।।
রানার রানার চলেছে রানার
 
বস্তার ভারে নুয়ে পড়ে কোনো নিষেধ জানে না মানার
দিগন্ত থেকে দিগন্ত ছোটে রানার রানার
কাজ নিয়েছে সে অনেক প্যাকেট আনার রানার রানার।।
 
রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে
বোঝাই scooter রানার চলেছে phone টা রয়েছে হাতে।।
 
রানার চলেছে বুঝি দেরি হয় হয়
আরো জোরে আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়।।
 
তার জীবনের চিন্তার মত কানে বেজে যায় phone,
আরো দেরি আরো দেরি বুঝি হয়  ক্রেতার মাথা গরম।।
 
রাস্তায় তাকে দেখে ,রাগেতে সকলে মুখ ব্যাঁকায়
Scooter ছুটিয়ে পাগলের মতো কেন এ রানার যায়।।
 
কত সিগনাল ফেল করে ছোটে জোরে।
ঠিকানায় সে যাবেই পৌঁছে মরে ।।
 
হাত টনটন মাথা ঝমঝম মুখটা হয়েছে কালো
মাভৈ রানার তবুও দৌড়ে চল।।
 
এমনি করেই যৌবনের বহু আশাকে পেছনে ফেলে 
পৃথিবীর যত প্যাকেট রানার পৌঁছে দিয়েছে হেলে ।।
 
ক্লান্ত শাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে,
জীবনের সব শান্তি কে ওরা কিনেছে discount দামে।।
 
অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে 
হবে তার প্রিয়া এক দিন শেষে অন্য কারুর বাগে।।
 
রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
Amazon ছেড়ে Zomato  গিয়ে  কি হবে?
দিন কবে শেষ হবে?
 
ঘরেতে অভাব তাই তার কাজ সবার পেটটা ভরা
বিরিয়ানি নিয়ে ঘুরছে তবু
সে খাবার যাবে না ছোঁয়া।


লেখক
Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 04-05-2024, 05:21 PM



Users browsing this thread: 24 Guest(s)