25-04-2024, 05:11 PM
(25-04-2024, 05:40 AM)বহুরূপী Wrote: পর্ব ৬হে ভ্রাতঃ, গল্পটিতে অনেক কথা না বলা রহিয়া যাইতেছে। তাহাতে পড়িতে গিয়া বোধকরি বার কতক হোঁচট খাইলাম। যেমন, নয়নতারাকে হেমলতা বলিয়া ভ্রম হয় কি প্রকারে। নয়নতারার পৃষ্ঠদেশ নগ্ন হয় কিরূপে? গৃহস্থঘরে কি নগ্ন হইয়া শয়ন করিবার চল আছে?
কড়...কড়...কড়াৎ...বিকট শব্দে একটা বাজ পড়লো কোথায়। অবশ্য শব্দটি কানে আসার আগেই আকাশ আলোকিত হয়ে জানান দিয়ে দিয়েছে তা। তবে এখন বজ্রপাতের শব্দের সাথে যোগ হয়েছে উতাল হাওয়া। প্রকৃতি যেন আজ ভয়ঙ্কর এক সাজে সেজেছে! যদিও কিছুক্ষণ পরে ভোরের আলো ফোটার কথা।কিন্তু সম্পূর্ণ আকাশ ঢাকা ঘন কাল মেঘে,তাই চারপাশটা ঘুরঘুট্টি অন্ধকার।যেন রাত নামলো সবে মাত্র। আর সেই অন্ধকারে সিঁড়ি ভেঙে নিচে নামছে সঞ্জয়। উদেশ্য সিঁড়ির থেকে কিছুটা দূরে বসার ঘরের দরজাটির সাথে তার বৌদিমণির ঘরখানি।