24-04-2024, 12:25 AM
(24-04-2024, 12:15 AM)Henry Wrote: দুঃখের সাথে জানাচ্ছি, একান্ত ব্যক্তি জীবনের ঝামেলায় আটকে থাকায় আপডেট দিতে অপারগ হলাম আজ। সপ্তাহ খানেক দেরী হবে। আর জেকবজুমা তো আমাকে মৃতই ঘোষণা করে দিয়েছেন, আবার কোন তন্ত্রবলে জাগাতে চাইছেন!
এক সাপ্তাহ কেন দরকার হলে একমাস এর বিরতি নেবেন। একটা কথা আছে ছাগল কি না খায় আর পাগলে কি না কি বলে তা ঐ সব পাগলের কথাই কান না দেওয়াটাই উচিত। ভালো থাকবেন আর ভবিষ্যতে আপনার পাঠকদের এই ভাবেই আনন্দ উপভোগ করতে সাহায্য করবেন।
আমাকে আমার মত থাকতে দাও