21-04-2024, 11:12 AM
(This post was last modified: 21-04-2024, 03:08 PM by Orbachin. Edited 2 times in total. Edited 2 times in total.)
খুবই কাঁচা হাতে কিছু সেলেব্রেটি ফ্যান্টাসি সেক্স স্টোরি লিখেছি এবং সামনে আরো কিছু লিখবো। আগেই বলে রাখছি লেখাগুলো খুব একটা লজিক্যাল কিংবা বর্ণনা নির্ভর নয়। জাস্ট একটা সেক্স সিনের লেখ্য ভার্সন বলা যায়। গল্পগুলো ছোট, এবং ভবিষ্যতে আমার তরফ থেকে বড় করার কোন ইচ্ছে নেই । এই থ্রেডের কমেন্টে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প পোস্ট করবো। যাদের ভালো লাগবে না, এড়িয়ে যাবেন। খামোখা গালিগালাজ কিংবা আবদার করতে আসবেন না। তবে আমি নিশ্চিত এই ছোটখাটো সেক্স ফ্যান্টাসি অনেকেরই ভালো লাগবে। আপাতত সেলিব্রেটি লিস্টটা শেয়ার করছি।
১। মৌসুমী (বাংলাদেশ)
২। মেহজাবিন (বাংলাদেশ)
৩। দীপিকা পাড়ুকোন (বলিউড)
৪। ঐশ্বরিয়া রাই (বলিউড)
৫। কাজল (বলিউড)
৬। নুসরাত জাহান (কলকাতা)
৭। শবনম ফারিয়া (বাংলাদেশ)
৮। প্রিয়াঙ্কা সরকার (কলকাতা)
৯। মধুমিতা সরকার (কলকাতা)
১০। ঋত্বিকা সেন (কলকাতা)
১১। পূজা চেরি (বাংলাদেশ)
১২। নয়নতারা (সাউথ)
১৩। তামান্না ভাটিয়া (সাউথ)
১৪। ক্যাটরিনা কাইফ (বলিউড)
১৫। নাজিয়া হক অর্ষা (বাংলাদেশ)
আরো কয়েকটা নাম এড হবে। কারো নিজের পছন্দের সেলিব্রেটিকে নিয়ে ফ্যান্টাসি লেখাতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। বিঃদ্রঃ যাদের নাম ইনবক্সে জানাবেন, যদি আমার কাছে তাঁদের আবেদন না থাকে তবে লিখতে নাও পারি। আগে থেকে জানিয়ে রাখলাম।