21-04-2024, 01:55 AM
(20-04-2024, 08:12 PM)dudhlover Wrote: বাহ! গল্পটা চমৎকার ভাবে এগুচ্ছে। অনেকদিন পর এসে এক নিমেষে মাঝের সবগুলো পর্ব পড়ে ফেললাম। সময়মতো মন্তব্য করতে পারিনি বলে দু:খ প্রকাশ করছি।
তবে গল্পটা এখানেই নাকি শেষ করে ফেলবেন? এটা শুনে যারপরণাই বেদনাক্রান্ত হলাম। গল্পটি এখন সুন্দর একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখানেই ইতি টানলে মনে হবে 'শেষ হইয়াও হইলোনা শেষ'। কিন্তু এটা তো এক নাতিদীর্ঘ উপন্যাস, তাই হেনরিদার কাছে অনুরোধ থাকবে ছোটগল্পের মতো এখনই শেষ না করে আরও কয়েকটা পর্ব লেখার। মুষ্টিমেয় পাঠক গল্পটার আর পুর্ণাঙ্গ পরিণতি দেখতে না চাইলেও অধিকাংশ পাঠকই চাচ্ছে গল্পটা আরও খানিকটা চলুক।
হেনরির গল্পের মূল শক্তি হচ্ছে, চিরাচরিত কথায় আকর্ষণীয় ভংগিতে যৌনদৃশ্যকে বাস্তব রূপে তুলে ধরা। এ গল্পে অনেক কিছু পেলেও আরও কয়েকটা আকর্ষণীয় যৌনদৃশ্য থাকলে একদম জমে ক্ষির হতো। পরবর্তী পর্বগুলোতে তা দেখতে পাবো এমনটা প্রত্যাশ্যা করছি। আর রমা তো মাত্র দুধেল হলো, স্তনপাগল শম্ভু কি দাবি রাখতে পারে না রমার দুধেল স্তনে আরেকটু স্তনাদরিত হতে?
ভাল বলেছ ভাই