19-04-2024, 09:41 PM
যতোটা গৌরচন্দ্রিকায় সামনে এসেছে এতে তো এই মনে হচ্ছে যে গল্পের কাহিনীতে অনেক সম্ভাবনা রয়েছে। শুভেচ্ছা রইলো। যথাযথ প্রথম পর্বের সাগ্রহ অপেক্ষায় রইলাম। হ্যাঁ, অনুরোধ রইলো যে অক্ষরগুলো আরো একটু বড়ো এবং একটু বানানগুলোর দিকে নজর দেওয়ার। এই ছোটো ছোটো ব্যাপারগুলো ঠিক করে নিলে, এতোটাই আশা করা যায় যে একটা ভালো গল্প আসতে চলেছে যদি মাঝপথে বন্ধ হয়ে না যায় এবং শেষ হয়।