18-04-2024, 10:37 PM
(03-03-2024, 03:07 PM)রতিদেবীVery nice story. carry on Wrote:~ দু - চার কথা ~
প্রথমেই প্রত্যেককে ধন্যবাদ জানাই। গল্পটাকে পড়ার জন্য। এটাকে ভালোবাসার জন্য। এবং সর্বোপরি পাশে থাকার জন্য। সবাইকে অনুরোধ করবো, যেন এভাবেই আমার এবং আমার গল্পের পাশে থাকুন। একজন পাঠক হিসাবে আপনাদের অধিকার আছে, আমার কাছে যত দ্রুত সম্ভব গল্পের নতুন আপডেট চাওয়ার। ঠিক তেমনই লেখিকা হিসাবে আমারও সামান্য হলেও আব্দার আছে গল্পটাকে পড়ে কেমন লাগছে সেটাকে কমেন্ট করে জানানোর। এই কমেন্টটাই হল আমার এবং আপনাদের মধ্যেকার যোগসূত্র। এই কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো, গল্পের গতিপ্রকৃতি কীরূপ হতে চলছে।
Ajju bhaii, Kishore 12, Tanvirapu, ronylol, akashahamed4444, Panu2, Fardin Ahamded, chndnds, কাদের, অভিমানী হিংস্র পেমিক কে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটিকে পড়ে কেমন লেগেছে তা জানানোদ জন্য।
radio-kolkata কে বলি, প্রতিষ্ঠিত কিনা জানি না, তবে আমি মোটেও লেখক নই। লেখিকা। এই ওয়েবসাইটে বেশ কয়েকবছর শীতঘুমে থাকার পর এবং অন্যান্য বেশ কিছু নামজাদা লেখকের গল্প পড়ার পর আমারও ইচ্ছে হয়েছে লেখার। লেখার হাত কিরকম, সেটা আপনারাই বলবেন। আশা করছি গল্পের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে পারছি। এবং ভবিষ্যতেও করতে পারবো।
ray-rowdy কে ধন্যবাদ জানাই। গল্পটাকে পড়ার জন্য এবং প্রতি পর্বে নিয়মিত কমেন্ট করার জন্য। শিশুম়ত্যু আমার নিজের কাছেও মোটেও কাম্য নয়। সর্বতো ভাবে চেষ্টা করবো গল্পটাকে একইরকম উপভোগ্য রেখে শেষ করার। কিন্তু কেবলমাত্র শেষ করার তাড়নায় কোনোভাবেই গল্পের মান নিম্নমুখী করার ইচ্ছা আমার নেই। গল্পের বিষয় ভাবনা যে আপনার কাছে অভিনব লেগেছে, সেটা জেনে খুবই ভালো লাগলো। পরবর্তী অধ্যায় যথাসময়েই আসতে চলেছে।
banerjee3506 কে বলি ইভানকে এই গল্পের মূলস্রোতে হয়ত পাওয়া যাবে না। কারণ গল্প অনুযায়ী তার বয়স ১০ বছর। Underage Sex যেমন আইনত অপরাধ, ঠিক একইরকম ভাবে আমার নিজের কাছেও অপছন্দের। সেই কারণে বর্তমানে ওর নাম উল্লেখ করা ছাড়া অন্য কিছু বিষয়ে চিন্তা ভাবনা করিনি।
Henry কে বলবো আমার মতো ক্ষুদ্র একজন লেখিকা যদি আপনার মত একজন নামজাদা লেখককে সামান্য হলেও উদ্বু্দ্ধ করতে পারি, তাহলে আমি আপ্লুত। ধন্যবাদ গল্পটাকে পড়ার জন্য এবং পছন্দ করার জন্য। আর শুধু ইন্দুমতির কথা ভাবলে হবে? আরো বাকী পাঁচজনও তো আছে? তাদের কথাও তো একটু আধটু ভাবতে হবে।
মাগিখোর কে জানাই ধন্যবাদ, গল্পটাকে পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য।
Anita Dey কে বলি, আপনার হাতেগোণা কয়েকটি পছন্দের গল্পের মধ্যে যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি স্থান পেয়েছে, জেনে খুবই ভালো লাগল। এভাবেই গল্পটি পড়তে থাকুন, কমেন্ট করে উৎসাহ দিতে থাকুন।
সবশেষে আরো একবার সবাইকে ধন্যবাদ জানাই গল্পটি পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য। চাই সবাই আরো বেশী করে গল্পটি পড়ুক এবং কমেন্ট করে জানাক কেমন লাগছে গল্পটি। পরবর্তী অধ্যায়ের প্রথম পর্ব আগামী মঙ্গলবার রাতে পোস্ট করা হবে।
~ ধন্যবদান্তেরতিমোহিনী দেবী