18-04-2024, 12:58 AM
(This post was last modified: 18-04-2024, 01:04 AM by Henry. Edited 2 times in total. Edited 2 times in total.)
আপনার গল্পের অনেক সম্ভাবনা দেখেছিলাম লেখার হাত দেখে। বিশেষ করে ইন্দুমতি চরিত্রটি নিয়ে। খুব সম্ভবত আপনার বয়স খুব অল্প। চরিত্রগুলির শেড দেখে মনে হল তাই। কারন কয়েকটি চরিত্রের বয়সের সাথে তাদের যৌনতা কেন্দ্রিক আচরন ম্যাচ করেনি। ৩৫-৫০ এর নারী ও পুরুষের যৌন চাহিদা, ধরন, পছন্দ-অপছন্দ আপনি বেশ তরুণ-তরুণী সুলভ করে দিয়েছেন। তবে অল্প বয়সী চরিত্রগুলোর গঠন পারফেক্ট। খেয়াল করে দেখবেন সেজন্য বহু পাঠক আকৃষ্টও হয়েছে কমবয়সী চরিত্রগুলির প্রতি। পরিণত বয়সের অনেক দ্বন্দ্ব আছে, তাদের সহজ সরল মনোদ্বন্দ্ব আছে, আবার পছন্দগুলিও ভিন্ন, যেগুলি আপনি হয়ত বুঝতে পারেননি আপনার নিজের বয়স সেখানে না পৌছানর জন্য। এতেই বোঝা যায় আপনার বয়সটা ইন্দুমতী, দুর্নিবার, সুনির্মল বা তার স্ত্রী কি যেন নাম তাদের ধরতে পারার মত নয়। আরেকটা জিনিস ইন্দুমতি স্ট্রিক্ট অধ্যাপিকা হোক আর যাই হোক, এই বয়সের মহিলারা তেমন ইন্টারনেটে সড়গড়ও নয়, আগ্রহীও তেমন হন না। কিন্তু আপনার গল্পে ইন্দুমতীকে আয়ুশির মত এডভেঞ্চারিস্ট করে দিয়েছেন। পরিনত নারীরা পরকীয়ায় তারা বরং চারপাশের পরিবেশ থেকেই সঙ্গী খুঁজে নেন। এবং তা পরিকল্পিত ভাবের চেয়ে ঘটনার ঘনঘটাতেই বেশি হয়। যাইহোক সে সমালোচনায় যাচ্ছি না। লেখার হাতটি আপনার বড্ড ভালো।
তবে পাঠকের আগ্রহ কমের কারন, পাঠক বুঝতে পারেন কোন গল্পটি এগোবে, আর কোনটি মাঝপথে বন্ধ হয়ে যাবে। আপনার গল্পের গতি যেমন বড্ড মন্থর, তেমন আপডেট দেন অল্প এবং প্রতি আপডেটে মাত্র একটি চরিত্রকে কেন্দ্র করে সামান্য। এদিকে গল্প পড়ে বোঝা যাচ্ছে একগাদা চরিত্র নিয়ে আপনি দীর্ঘমেয়াদি ভাবনায় ডুব দিয়েছেন। আপনি যা ভাবছেন তাড়াহুড়ো না করলে গল্পের চরিত্র এখনো সেই রসের অতলে ঢুকতে অনেক অনেক দেরি। তার মানে এভাবে প্রত্যেক চরিত্রকে নিয়ে মাত্র একটি শেডের পাঁচদিন অন্তরও আপডেট যদি দেন, তবে আপনার এই গল্প আপনার ব্যক্তি জীবনের সুবিধা অসুবিধা করে অন্তত শেষ হতে খুব কম করেও তিন বছর লেগে যাবে। তিন বছর মানে একজন ব্যক্তির জীবনের অনেক কিছুই প্রেক্ষিত কিংবা গতিপ্রকৃতিতে বদলে যায়। হয়ত আপনার জীবনেই অনেক কিছু বদলে যাবে। তাই এই গল্পের প্রতি বোধ হয় পাঠকের কোনো প্রত্যাশা আর থাকছে না। তাই বোধ হয় পাঠক কোনো মন্তব্য করে খামোখা আপনাকে উৎসাহিত করা থেকে দূরে থাকছেন। হ্যা, প্রশংসাও যেমন করেছিলাম, তেমন কঠোর সমালোচনা করেলাম বলে মার্জনা করবেন। আবার বলছি ইরো সাহিত্যের জন্য আপনার হাত পারফেক্ট, কিন্তু যদি সত্যিই লেখা চালাতে চান, নিছক সময় কাটানোই উদ্দেশ্য নয়, তবে কিছু একরোখা মনোভাব ভেঙে চরিত্রগুলি বয়স উপযোগী করে অত বেশি ইন্টারনেট জালে না ফাঁসিয়ে গল্পটাকে বড় বড় আপডেটে এগিয়ে নিয়ে যান( তার জন্য গ্যাপ দিয়ে সময় নিন)। আপনি কিন্তু পারবেন।
তবে পাঠকের আগ্রহ কমের কারন, পাঠক বুঝতে পারেন কোন গল্পটি এগোবে, আর কোনটি মাঝপথে বন্ধ হয়ে যাবে। আপনার গল্পের গতি যেমন বড্ড মন্থর, তেমন আপডেট দেন অল্প এবং প্রতি আপডেটে মাত্র একটি চরিত্রকে কেন্দ্র করে সামান্য। এদিকে গল্প পড়ে বোঝা যাচ্ছে একগাদা চরিত্র নিয়ে আপনি দীর্ঘমেয়াদি ভাবনায় ডুব দিয়েছেন। আপনি যা ভাবছেন তাড়াহুড়ো না করলে গল্পের চরিত্র এখনো সেই রসের অতলে ঢুকতে অনেক অনেক দেরি। তার মানে এভাবে প্রত্যেক চরিত্রকে নিয়ে মাত্র একটি শেডের পাঁচদিন অন্তরও আপডেট যদি দেন, তবে আপনার এই গল্প আপনার ব্যক্তি জীবনের সুবিধা অসুবিধা করে অন্তত শেষ হতে খুব কম করেও তিন বছর লেগে যাবে। তিন বছর মানে একজন ব্যক্তির জীবনের অনেক কিছুই প্রেক্ষিত কিংবা গতিপ্রকৃতিতে বদলে যায়। হয়ত আপনার জীবনেই অনেক কিছু বদলে যাবে। তাই এই গল্পের প্রতি বোধ হয় পাঠকের কোনো প্রত্যাশা আর থাকছে না। তাই বোধ হয় পাঠক কোনো মন্তব্য করে খামোখা আপনাকে উৎসাহিত করা থেকে দূরে থাকছেন। হ্যা, প্রশংসাও যেমন করেছিলাম, তেমন কঠোর সমালোচনা করেলাম বলে মার্জনা করবেন। আবার বলছি ইরো সাহিত্যের জন্য আপনার হাত পারফেক্ট, কিন্তু যদি সত্যিই লেখা চালাতে চান, নিছক সময় কাটানোই উদ্দেশ্য নয়, তবে কিছু একরোখা মনোভাব ভেঙে চরিত্রগুলি বয়স উপযোগী করে অত বেশি ইন্টারনেট জালে না ফাঁসিয়ে গল্পটাকে বড় বড় আপডেটে এগিয়ে নিয়ে যান( তার জন্য গ্যাপ দিয়ে সময় নিন)। আপনি কিন্তু পারবেন।