17-04-2024, 09:57 PM
(This post was last modified: 19-04-2024, 12:10 AM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-04-2024, 08:23 PM)রতিদেবী Wrote:~ দু - চার কথা ~
গল্পটা কি তার গতি হারিয়েছে? গল্পটা পড়ে কি আর আগের মত ভালো লাগছে না? একঘেয়েমি এসে গেছে গল্পটার মধ্যে? তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান। গত কয়েকটি আপডেটে কমেন্টের সংখ্যা অতি নগন্য মনে হয়েছে। যাঁরা গল্পটা এখনও অবধি নিয়মিত পড়ে আসছেন। যাঁদের গল্পটি ভাল লেগেছে অথবা আগে ভালো লাগতো, এখন আর ততটাও ভালো লাগে না, তাঁদের সবাইকে অনুরোধ করছি, অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানান। আমরা কেউই এখানে নিজেদের জন্য লিখতে আসি না। আমরা লিখি আপনাদের জন্য। তাই আপনাদের একশো শতাংশ অধিকার আছে, গল্পটিকে নিয়ে কাটাছেঁড়া করার (যদি তা যুক্তিযুক্ত হয়)। অল্প কমেন্টের জন্য লেখার ইচ্ছেটা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। তার ছাপ বোধহয় লেখাতেও ফুটে উঠছে। যদি গল্পটি আর ভালো না লাগে, উচ্চকণ্ঠে জানান। গল্পটি এখনই শেষ করে দেবো। বাংলা সিরিয়ালের মত (নো অফেন্স) অযথা টেনে বাড়াবো না। এই গল্পের পরবর্তি অংশ তখনই আসবে, যখন এই আপডেটে যথেষ্ট এবং যথার্থ পরিমানে কমেন্ট আসবে। তা নাহলে এটিই এই গল্পের শেষ পর্ব বলে ধরে নিতে পারেন। এরপর থেকে এই গল্পে আর নতুন কোনো আপডেট আসবে না। এই লেখার মাধ্যমে যদি কাউকে কণামাত্রও দুঃখ দিয়ে থাকি, তাহলে আগাম ক্ষমাপ্রার্থী রইলাম।
~ধন্যবদান্তে
রতিমোহিনী দেবী
প্রথমে একটা ধন্যবাদ দিই সুন্দর একটা প্লটে গল্প শুরু করার জন্য। এরপর আপনার মন্তব্যের ব্যাপারে কয়েকটা কথা বলে যাই পাঠক হিসেবে। এই গল্প পাঠক মন্তব্য করছে কি করছে না এইটার উপর আপাতত ভিত্তি করে লেখা শেষ করার মানে নেই। অনেক লেখা প্রথম থেকে জনপ্রিয়তা পায় আর কিছু লেখা ধীরে ধীরে। বিশেষ করে আপনি যদি সাইটে নতুন রাইটার হন তাহলে পাঠকদের আপনাকে চিনে নিতে সময় লাগবে। তার উপর এই সাইটে পাচশ লোক পড়লে গড়ে একটা বা কখনো তার থেকে কম মন্তব্য আসে। পাঠকদের একটা বড় অংশের কোন একাউন্ট নেই। ফলে তারা ভাল লাগলেও বলতে পারে না।
গল্পের গতি নিয়ে যদি বলি তাহলে একটা বলতে পারি, আপনার পর্ব গুলো আর বড় করতে পারেন। তাতে চরিত্র গুলো আরো বিকশিত হবে এবং এক পর্বে আর বেশি ঘটনাপ্রবাহ থাকবে ফলে পাঠক বেশি এনগেজ হওয়ার সুযোগ পাবে। পাঠক হিসেবে আমি যতটুকু বুঝি আপনি এই গল্পে অনলাইনে এক পরিবারের সদস্যদের ইন্টারএকশন কিভাবে তাদের পারিবারিক আর যৌন জীবনে কে প্রভাবিত করছে সেই গল্প বলবেন। ইংরেজিতে এমন গল্প পড়লেও বাংলায় তেমন কিছু এই টাইপ পড়া হয় নি। সো গল্পটা অন্তত বাংলা ভাষাভাষীদের জন্য ইউনিক। আপনি এখন এই গল্পে লাস্ট তিন চার পর্বে যা করছেন সেখানে মূলত কথোপকথন চলছে চরিত্রগুলোর। এই কথোপকথন কিভাবে তাদের মনের ফ্যান্টাসি উস্কে দিচ্ছে এবং সেটা বাস্তবে তাদের সম্পর্কের কারণে কতটা ট্যাবু এই ধারণা টা পাঠক মনে উস্কে দিতে পারেন।
আর এই লেখা প্লিজ বন্ধ করবেন না। ্পাঠক হিসেবে অনেক কথা বলে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেখক হিসবে লেখার সব সিদ্ধান্ত শেষ পর্যন্ত আপনার। ভাল থাকবেন।