Thread Rating:
  • 14 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery আড়ালের জীবন
#37
পর্ব ৮ ~

রায়নগর গ্রামের চারিপাশের নিস্তব্ধতার মাঝে রউফ মিয়ার বাড়ি সোরগোলে পূর্ণ। সব মানুষ নিজ নিজ কাজ ও সাজ সজ্জায় ব্যাস্ত। ছোট্ট বাড়িটির সামনের উঠানে প্যান্ডেল ও স্টেজ করা হয়েছে বাড়ির বড় মেয়ের বিয়ে উপলক্ষে।

আদৌও কি মেয়েটির সাথে বাড়ির লোকের মতো ব্যবহার করা হয়? এই প্রশ্নটির উত্তর হলো না। মেয়েটির নাম মুমতাহিনা জান্নাত মুমু বর্তমানে তার মাত্রাতিরিক্ত সৌন্দর্য তার কাল হয়ে দাড়িয়েছে , নামে জান্নাত থাকলেও মেয়েটির কাছে এই বাড়িটা জাহান্নামের মতো ছোটবেলা থেকে অনেক নির্যাতন সহ্য করেছে মেয়েটি সৎ মা ও সৎ বোনের নিকট হতে এবং সকল ক্ষেত্রে তার জন্মদাতা ছিল নির্বাক কারণ এতে তার কিছুই যায় আসে না তার তো শুধু মদের টাকা পেলেই সব পাওয়া হয়ে যায়।যদিও দুবছর হচ্ছে তার উপর করা অত্যাচারের মাত্রা কমেছে। আজ মুমুর বিয়ে হওয়ার কথা বর্তমানে সে লাল বেনারসি পড়ে বউ সেজে বসে রয়েছে সামান্য এক শাড়িতেই তাকে অসাধারন দেখাচ্ছে যেন কোন দেবী এবং তাকে ঘিরে বসে রয়েছে তার চাচাতো দুই বোন যারা মুমুকে কটাক্ষ করে মজা করে যাচ্ছে। যদিও বিয়ে বিষয়টি মুমুর কাছে বিশেষ প্রাধান্য পাচ্ছেনা কারণ সে বুঝে গিয়েছে সে এক নরক থেকে আরেক নরকে যেতে চলেছে।

মুমু শুনেছিলো পৃথিবীতে খারাপ মানুষ থাকলেও নাকি কোনো খারাপ বাবা নেই। সেখানে তার বাবা কিভাবে এত বেশি বয়সী একটা লোকের সাথে কিছু টাকার বিনিময়ে তার বিয়ে ঠিক করে।

মুমুর চিন্তাভাবনার মাঝেই বাইরে থেকে " বর এসেছে বর এসেছে " শব্দ কানে ভেসে আসে। এতে মুমুর ভাবনায় ব্যাঘাত ঘটে সে একটি হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছেড়ে অপেক্ষা করতে থাকে নিজের জীবনের ভয়াবহ পরিনতির জন্য।
_________________

বিয়ের কার্যক্রম শুরু হওয়ার ঠিক পূর্ব মূহুর্তে রউফ মিয়ার বাড়ির সামনের রাস্তায় পাঁচটি কালো রংয়ের দামি ব্রান্ডের গাড়ি এসে থামে। বাড়িতে উপস্থিত সকলে সেদিকে খেয়াল করলে দেখতে পায় পেছনের চারটি গাড়ি থেকে একই রকমের কালো পোশাক পরিহিত কিছু লোক বেড়িয়ে আসে যাদের হাতে রয়েছে আধুনিক
অ/স্ত্র। লোকগুলো একেকজন যেন পালোয়ান ধাঁচের।
এরপর সামনের গাড়ির গেট খুলে দিলে একে একে বের হয় ফয়সাল,আসিফ,মুহিব ও সুলতান। মুহিব পাশ থেকে একটি চেয়ার এগিয়ে দিলে সুলতান তাতে বসে পড়ে।

এরকম দলবল দেখে সকলে কোনা ঘোষা শুরু করে।  সুলতানের ইশারায় গার্ডরা বিয়ে করতে আসা বুড়োলোকটা ও রউফের দিকে এগিয়ে গিয়ে তাদেরকে ধরে নিয়ে সুলতানের সামনে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। রউফ মিয়া ভয়ে কাঁপতে থাকে, তার চিপ বেয়ে ঘাম ঝড়তে থাকে অনেক কষ্ট করেও সে কন্ঠনালী দ্বারা শব্দ বের করতে পারে না। অপরদিকে বুড়ো বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে।

বিয়ে বাড়ির সব লোকজন ভয়ে তটস্থ ভঙ্গিতে চুপচাপ দাড়িয়ে থাকে কেউই সামান্য শব্দ করার সাহস টুকু পায় না।

সুলতান রউফের দিকে তাকিয়ে বলে

সুলতান -- তোমার ব্যবস্থা তো পরে করছি আগে আসল কাজটা সেরে নেই।

এদিকে মুমুর সৎ বোন তুবা মুমুর সৎ মাকে গিয়ে মুমুর বিয়ে থেমে যাওয়ার কথা জানায় এতে নির্বোধ তাসলিমা রেগে মুমুর চুলের মুঠি টেনে মুমুকে আঘাত করে যার ফলে মুমুর চোখ দিয়ে একফোঁটা নোনাজল বেরোয়। সুলতান মাত্র মুমুর রুমে প্রবেশ করে এবং এমন দৃশ্য দেখে তার মাথায় রক্ত উঠে যায়। সে সোজা গিয়ে তাসলিমার হাত শক্ত করে ধরে ছাড়িয়ে নেয় তাসলিমা ব্যাথায় ককিয়ে উঠে। এসবের মাঝেই সুলতানের আদেশে কিছু গার্ড তাসলিমা ও তুবাকে নিয়ে বেরিয়ে যায় বাকিদেরও ঘর থেকে বের করে দেয়। মুমুও এসবে বেশ ভয় পেয়েছে সে ভয়ে মাথা নিচু করে বসে রয়।

সুলতান ভালো ভাবে মুমুর সামনে দাঁড়িয়ে বলে

সুলতান -- মিস মুমতাহিনা জান্নাত মুমু আমি আপনার শুভাকাঙ্ক্ষী। এখন থেকে সুন্দর জীবন যাপন ও আপনার জীবনের লক্ষ্যে সফল হতে আমাকে আপনার পাশে পাবেন। আর হ্যা এখন এই মূহুর্তে আপনি আমার সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আর যদি চিন্তা করে থাকেন কেন আমাকে বিশ্বাস করবেন আর আমিই বা কেন আপনাকে সাহায্য করতে এতদূর ছুটে আসলাম তার একটাই উত্তর মিনারা জান্নাত।

অপরিচিত লোকটার মুখে নিজের মায়ের নাম শুনে মুমু সুলতানের পানে চায়। পেশিবহুল শরীরের শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। বয়স কত হতে পারে ত্রিশের কোঠায়, উচ্চতা ছফুটের মতো।পরনে দামি ডিইজানের হাফ শার্ট যা কালো প্যান্ট দ্বারা ইন করা, হাতে দামি ঘড়ি এবং গলায় প্লাটিনিয়ামের সরু চেইন, দেখতে পুরাই
গ্যাংস্টা/র। মুমুর কান্না মিশ্রিত মায়াবী মুখ দেখেই সুলতানের বুকের ভিতর কেমন যেন অনূভুতি হয়। সুলতান এমন অনূভুতির সাথে পরিচিত নয় কেমন চিনচিন করছে। তার ভেতর থেকে কে জানি বার বার বলছে এই কিশোরী বাকি সব মেয়েদের মতো না এ সবার থেকে আলাদা অনন্যা।

দুজনের নিরবতা ভেঙে মুমু প্রশ্ন করে

মুমু -- আপনি আমার মাকে কিভাবে চিনেন?

সুলতান -- সেসব না হয় পরে কোনো সময় বলবো এখন আসুন।

সুলতান কথা শেষ করে মুমুর দিকে হাত বাড়িয়ে দেয়। মুমু একটু দেরি করে। মন বলছে লোকটিকে বিশ্বাস করতে সে সুলতানের হাত ধরে বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়। বেরিয়ে রউফ মিয়ার এমন অবস্থা দেখে সে সুলনের দিকে তাকিয়ে বলে

মুমু -- ওনাকে মাড়বেন না! ছেড়ে দিন প্লিজ।

যত খারাপই হোক বাবা তো। সুলতান হালকা করে হাসে সে অত্যন্ত কঠিন মনের মানুষ সহজে কাউকে ক্ষমা করতে পারে না। সুলতান মুমুকে গাড়িতে বসিয়ে দিয়ে আসিফ ও ফয়সালের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে

সুলতান -- বুড়োটার আর বাঁচার দরকার নেই ওর বয়স সীমা মনে হয় শেষ আর রউফ মিয়াকে প্রাণে মারার দরকার নেই। শুধু যে বাবা মেয়ের কষ্ট দেখেও অদেখা করে, শুনেও না শোনার ভান করে এবং দু হাত দিয়ে আগলে নেয় না তার দুচোখ উপড়ে ফেল, দুকানে যেন শুনতে না পায় আর দু হাত ভেঙে ফেল।

এরপর চলে যেতে নিয়েও আবার থেমে যায় এবং পিছনে ফিরে তাসলিমা ও তুবাকে দেখিয়ে ফয়সালকে বলে

সুলতান -- এদুটোর সাথে যা খুশি করতে পারিস। কিন্তু এদের শেষ পরিনতি যেন খুব খারাপ হয় দরকার পড়লে দেশের দু প্রান্তের দুই পতিতালয়ে এদেরকে দিয়ে আসবি যেসব নারীর মনে মমতা নেই তারা একেকটা পতিতার চেয়েও অধম।

ফয়সাল বিনয়ী ভঙ্গিতে বলে

ফয়সাল -- আপনি নিশ্চিতে রওনা দিন ভাইজান। যা যা বলেছেন সবে হয়ে যাবে।

সুলতান ফয়সালের কথায় গাড়িতে গিয়ে মুমুর পাশে বসে। তাদের গাড়ি চলতে শুরু করে। মুমু গাড়ির ভিতর থেকে শেষ বারের মতো তার জন্মস্থানটা দেখে নেয়। গাড়িটা সামান্য কিছুদূর এগিয়ে গিয়ে থেমে যায় সুলতান গাড়ি থেকে নেমে মুমুকেও সাথে নামিয়ে নিয়ে মিনারা জান্নাতের কবরের সামনে দাঁড়ায় মুমু মায়ের কবর দেখে কান্নায় ভেঙে পড়ে সুলতান মুমুকে সামলে নিয়ে আবারও গাড়িতে বসে।

অপরদিকে ফয়সাল,আসিফ ও মুহিব সুলতানের কথা মতো বুড়ো ও রউফের পরিনতি নিশ্চিত করে তাসলিমা ও তুবাকে সাথে করে তুলে নিয়ে যায়।


আগামী পর্বে....
[+] 2 users Like RID007's post
Like Reply


Messages In This Thread
আড়ালের জীবন - by RID007 - 22-03-2024, 11:41 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 22-03-2024, 10:52 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 22-03-2024, 10:53 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 22-03-2024, 10:57 PM
RE: আড়ালের জীবন - by Somnaath - 25-03-2024, 04:10 PM
RE: আড়ালের জীবন - by Saj890 - 22-03-2024, 11:18 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 24-03-2024, 11:07 AM
RE: আড়ালের জীবন - by chndnds - 25-03-2024, 02:02 AM
RE: আড়ালের জীবন - by Kakarot - 25-03-2024, 07:44 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 26-03-2024, 10:29 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 27-03-2024, 08:26 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 28-03-2024, 03:56 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 28-03-2024, 03:58 PM
RE: আড়ালের জীবন - by Saj890 - 28-03-2024, 06:28 PM
RE: আড়ালের জীবন - by Anhaf - 28-03-2024, 10:49 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 28-03-2024, 11:48 PM
RE: আড়ালের জীবন - by Kakarot - 30-03-2024, 08:29 PM
RE: আড়ালের জীবন - by ronylol - 30-03-2024, 11:18 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 08-04-2024, 06:55 PM
RE: আড়ালের জীবন - by Kakarot - 09-04-2024, 03:14 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 10-04-2024, 05:45 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 10-04-2024, 05:47 PM
RE: আড়ালের জীবন - by Kakarot - 11-04-2024, 05:40 AM
RE: আড়ালের জীবন - by Helow - 11-04-2024, 10:24 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 11-04-2024, 05:24 PM
RE: আড়ালের জীবন - by Saj890 - 14-04-2024, 04:32 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 15-04-2024, 07:06 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 15-04-2024, 11:53 PM
RE: আড়ালের জীবন - by jktjoy - 16-04-2024, 12:52 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 16-04-2024, 06:11 PM
RE: আড়ালের জীবন - by RID007 - 17-04-2024, 12:05 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 17-04-2024, 12:07 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 17-04-2024, 12:08 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 17-04-2024, 12:09 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 17-04-2024, 12:11 AM
RE: আড়ালের জীবন - by RID007 - 17-04-2024, 12:15 AM
RE: আড়ালের জীবন - by farhn - 23-04-2024, 01:00 AM



Users browsing this thread: 3 Guest(s)