15-04-2024, 05:28 PM
লেখক প্রবর, আপনার গল্পটি শ্রদ্ধেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর কথা স্মরণ করাইয়া দিতেছে। বড় কষিয়া বাঁধিতেছেন ইহা স্পষ্টই দেখিতে পাইতেছি। দুই ভগিনীর মধ্যবর্তী যে আহ্লাদের সম্পর্ক, তাহাও বিশেষ ভাবে প্রতিফলিত হইতেছে। ভগিনীদ্বয়ের পরিবারের অন্যান্য সকল সদস্যের বর্ণনাও যথাযথ। এইবারে সঞ্জয়কে একবারে নায়ক বানাইয়া দিয়া, সঞ্জয়ের জ্যেষ্ঠ ভ্রাতাটির চরিত্রে কালিমালিপ্ত করিয়া তাহাকে দূরাত্মায় পর্যবসিত করিয়া কাহিনী একেবারে সরল সোজা বানাইয়া আপনার লেখনী সমুজ্জ্বল হইয়া উঠিয়াছে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)