14-04-2024, 10:52 PM
(27-03-2024, 12:00 AM)Henry Wrote: পীযুষ সেই রাতে ঘুমোতে পারেনি হৃদয়ে বিশাল ঝড় তাকে ঘুমোতে দেয়নি। রমাকে ফিরিয়ে আনতে সে চেয়েছে, রমা যা ভুল করেছে তা সে ক্ষমা করে দিতে চেয়েছিল। কিন্তু রমা গর্ভবতী জানার পর সে আর রমার কাছে যেতে চায়নি। এখন তার মনে হচ্ছে রমা কি আজীবন শম্ভুর হয়ে গেল? তার কিংবা পিকলুর কি হবে?
চলবে।
জটিল ঘটনা, তার অপূর্ব কথন