13-04-2024, 09:37 PM
(26-03-2024, 11:57 PM)Henry Wrote: বিষন্ন চোখে শম্ভুর অপেক্ষায় বসে রইলেও পীযুষের জন্য রমার ভালোবাসার অথৈ বুকে হাহাকার ওঠে। মাঝ রাতে একা ধরফড়িয়ে উঠে বসে প্রায়শই পিকলুর কথা ভেবে। পিকলু সুস্থ হয়ে উঠেছে আশি শতাংশ, শম্ভুর কথা মত এখন আর জড়িবুটি না করে ডাক্তারের অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসা করলেই চলবে। ও শীঘ্রই সম্পূর্ন সুস্থ হয়ে উঠবে। আবার পিকলু কলেজ যাবে। যে ছেলের মা ছাড়া চলে না, যে ছেলে কলেজ থেকে, সুইমিং থেকে কিংবা ড্রয়িং ক্লাস থেকে ফিরেই ঘরময় মা মা করে বাড়ি মাথায় তোলে, সে ছেলে মা ছাড়া! এমন অবস্থায় রমার ভয় হয়। তার পেটের ওপর হাত রাখে। তার পেটের বাচ্চাটা বড় হচ্ছে, সাড়া দেয়। যতই হোক অবৈধ প্রণয়ে, তবু তার ভালবাসার সন্তান, তার গর্ভে বড় হতে থাকা শিশুটিকে আঁকড়ে বাঁচতে হবে তাকে।
অসম্ভব সুন্দর মায়ের মনটি ধরেছেন এখানে। একেবারে বাহা!