12-04-2024, 11:34 PM
(11-04-2024, 10:24 PM)kumdev Wrote: দ্বিতীয় পরিচ্ছেদ
আরণ্যক সোম।বন্ধু-বান্ধব প্রতিবেশীদের মুখে মুখে হয়ে গেছে রণো।নাম করণ করেছিলেন যিনি তিনি বছর দুয়েক আগে স্ত্রী পুত্র রেখে গত হয়েছেন।ছেলেটি মেধাবী কিন্তু পড়াশুনায় তেমন মন ছিল না।সুদর্শন স্বাস্থ্যবান ।ভয় ডর বলে কিছু ছিল না। অজানা সম্পর্কে ছিল অপরিসীম কৌতূহল।মাস তিনেক আগে মাও স্বামীর সহগামিনী হলেন।মৃত্যুর আগে একটি কাজ করে গেছেন,বাবা পড় বাবা পড় করে ছেলের পিছনে লেগে থেকে ছেলেটিকে বি.এ পাস করিয়ে গেছেন।
গল্প ঘনিয়ে আসছে, বোঝা যাচ্ছে।