11-04-2024, 04:04 PM
(27-03-2024, 12:00 AM)Henry Wrote: পিকলু আজ কলেজে জয়েন করেছে। কলেজে বাবার সাথেই ও আজ গিয়েছিল। ওর বন্ধুরা একে একে ওকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। ভালো লাগছে পিকলুর। দীর্ঘ এক বছর ওর ঘরে বসে কেটেছে। মা আর ফিরবে না। বাবা বলেছে মা এখানে থাকতে চায় না। পিকলুর অবশ্য তা মনে হয়নি। সে কিশোর হলেও বুঝতে বাকি নেই। মায়ের সাথে শম্ভু আঙ্কেলের সম্পর্কটাই মা আর বাবার বিচ্ছিন্নতার কারন। বড্ড একলা লাগে ওর কলকাতার বাড়িতে। চাঁপা মাসি দেখাশোনা করে। চাঁপা মাসির ছেলেটা পর চেয়ে বড্ড ছোট, তবু ও এলে পিকলু ওর সাথে খেলা করে। এখন বাইরে খেলাধূলো বা সাঁতারে যাওয়ার বারণ আছে। প্রতিদিন সকালে আর সন্ধেয় ফিজিওথেরাপি হয়।
দারুণ ট্রাজিক পীযুষ। রমার জীবনে ট্র্যাজেডি রয়েছে। এইখানেই এই উপন্যাসের মাহাত্ম্য।