07-04-2024, 06:18 PM
এইরকম একটা গল্প মনে হচ্ছে আগেই পড়েছিলাম। তবে, সেখানে দাদু ছিল না, ঠাকুমা ব্যাপারটা কন্ট্রোল করেছিল। মা, দুই কাকি, খুড়তুতো বোনেরা, নিজের বোন; সব মিলিয়ে মোট ৯ জন মেয়ে ছিলো। বাবা, দুই কাকা নায়ককে নিয়ে চারজন পুরুষ। পুরো ব্যাপারটা, ঠাকুমা একাই কন্ট্রোল করত।
যাই হোক গল্পটা খুব ভালো হচ্ছে।