05-04-2024, 12:31 PM
উফফফ একেই গরম, তার ওপর এমন গা গরম গল্প। জাস্ট চরম হয়েছে। কথোপকথন হলো এই গল্পের সেরা অংশ। ছোট্ট মাথাটা চিবিয়ে খেলো শয়তান লোকগুলো মিলে টাবলুর। আর হয়তো সে আগের মত স্বাভাবিক হবেনা কোনোদিন। রগরগে গল্পে এমন একটা বার্তা ফুটিয়ে তোলা সহজ নয়। আরও চাই কিন্তু এমন। থামলে চলবেনা। একটা ভৌতিক কিছু হোক এবার নাকি?