03-04-2024, 02:30 PM
(26-03-2024, 11:57 PM)Henry Wrote: পর্ব ১৫যথারীতি অপূর্ব ডিটেল ও কথোপকথন। একটু খটকা যদিও। কাহিনী সুন্দরবনের। কিন্তু সেখানের মানুষেরা পুরুলিয়া ইত্যাদি মালভূমির ভাষায় কথা বলছে।
ভরা বর্ষায় নদীর দু'কুল ছাপিয়েছে। ওপাশে সুন্দরবন, এপাশে সুন্দরবন। দুই প্রান্তই প্রাণবন্ত। জাল গুটিয়ে আনলো ষষ্ঠী। শম্ভু বললে---উটা কি রে ষষ্ঠী, ঘড়িয়ালের বাচ্চা জালে উইঠছে লা কি?
তাই তো! ষষ্ঠী দ্রুত জাল থেকে ছাড়িয়ে ছোট ঘড়িয়াল ছানার লম্বা চোয়ালটা চেপে ধরে বললে--লি যাবি লা কি ষষ্ঠী ইটা রে?
শম্ভু হেসে বললে---ছাইড়ে দে। আরেক বার জাল ফেইলে দেখ, আজ সরবেড়িয়ায় হাটবার আছে কি লা।
মজিদের ডিঙি অদূরেই। সে হাঁক দিল---কি রে বেদের পো? জালে উইঠল কিছু?
---লা, চাচা। একটা ঘড়িয়াল উঠছে, লিবে লা কি?
---উটা তু লিয়ে যা। মাংস কাটে খাবি।
শম্ভু বললে---চাচা গান ধইর একটা। বহুত দিন তুমার মুখে গান শুনি লাই।