02-04-2024, 07:07 PM
(01-04-2024, 08:48 AM)Shuhasini22 Wrote: rupokpolo1 দাদার গল্প গুলো কোথায় পাওয়া যাবে বাবান দা বলতে পারবেন।
এখন আর সেগুলো পাওয়ার সম্ভবনা নেই। পুরাতন গসিপ- এ সেসব গল্প ছিল ওনার। ওনার সাথে কথা বলে জেনে ছিলাম ওনার নিজের কাছেও ব্যাকআপ ছিলোনা সেগুলোর। তাই স্মৃতিতেই থাকুক সেসব সৃষ্টি বেঁচে।
(01-04-2024, 11:52 PM)Saikosaiyaa07 Wrote: এক তো ওই বেঁটে মোটা বুড়ো গুলো ভেবে ভেবেই খেঁচছে , আর শালা এদিকে আমি আবার সেইটা ভেবে হ্যান্ডেল মেরে চলেছি .. বাহঃ উস্তাদ , বেশ নতুন এক পার্সপেক্টিভ থেকে লিখলেন
অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। ♥️
একটা ছোট্ট প্রয়াস মাত্র। আপনাদের ভালো লাগলেই চেষ্টা সফল।
(01-04-2024, 11:56 PM)Saikosaiyaa07 Wrote: নতুন কিছু একটা দিলেন , ধনের টনিকের মত কাজ করল। ধন্যবাদ। তবে নেক্সট একটু বড় কিছু নিয়ে আসুন ,অনুরোধ করছি
বড়ো কিছু লেখা খুবই দায়িত্বের কাজ মহাশয়। আর আমি যা শুরু করি তা শেষ করেই থামি। কিন্তু এখন বর্তমানে বড়ো গল্প লেখা আর হয়ে উঠছেনা কিছু আইডিয়া থাকা সত্ত্বেও। আমার এই গপ্পো যে আপনার ইয়েতে টনিকের কাজ দিয়েছে জেনে খুশি হলাম। আমার পুরাতন গল্প গুলি পড়ে টনিক চালিয়ে যান। সকালে এক চামচ, রাতে শোবার আগে আরেক চামচ।