
শালীর অগাধ ভালোবাসা
পর্ব – ৩
যেটা বলছিলাম। আমি তখন ক্লাস সিক্স-এ পড়ি। সালটা হিসেব করলে দাঁড়ায় ১৯৯৪ । সবে পূজার ছুটি অতিবাহিত হয়েছে। তখন হাফ ইয়ার্লি বা ষাণ্মাসিক পরীক্ষা হওয়ার পর দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে একেবারে ভাইফোঁটা পর্যন্ত একমাস কলেজে ছুটি থাকত। একইভাবে পুজোর ছুটির আজ দ্বিতীয় দিন কলেজ খূলেছে। গতকাল হাফ ইয়ার্লি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমার ফলও ভালো হয়েছে। এখন দ্বিতীয় পিরিয়ড। ক্লাস নিচ্ছেন শ্যামাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়। উনি বাংলা বিষয়ের শিক্ষক। উনি বয়স্ক, প্রবীণ এবং খুবই অভিজ্ঞ একজন শিক্ষক। আর এখনই আমার জীবনের সেই বিশেষ ঘটনা বা টার্নিং পয়েন্টটি ঘটেছিল। স্বাভাবিকভাবেই আমি ভয়ে পিছন বেঞ্চে নিজেকে লুকিয়ে রেখেছি যাতে স্যার আমাকে দেখতে না পান। কিন্তু হটাৎ শুনতে পেলাম, “ সোমনাথ, উঠে দাঁড়াও, পড়া বলো”। আমি ঘাবড়ে গেলাম এবং নিজেকে আরও লুকিয়ে নিলাম। ওদিকে সামনের একদম প্রথম বেঞ্চে একজন উঠে দাঁড়ালো। আসলে ওর নামও ছিল সোমনাথ, সোমনাথ অধিকারী। ও ছিল ক্লাসের মনিটর, তার উপর ওর বাবা ছিল কলেজ ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা সভাপতি। ও পড়াশুনায় অতটা ভালো না থাকলেও বাবার কারণে ওর খূব রমরমা ছিল, একডাকে সবাই ওকে চিনত। আর আমি সোমনাথ হালদার। সাধারণত হালদার পদবি অধিকারীরা ', বাড়ির সন্তান হয়ে থাকে, তবে আমি ', বাড়ির কেঊ ছিলাম না । একভাবে আমার বর্তমান কলেজের একজন প্রফেসর সি কে রয় বা চন্দ্র কান্ত রয় ', বাড়ির কেঊ ছিলেন না ।
বাংলার টিচার শ্যামাপ্রসাদ বাবূ বললেন, “ তুমি বসও সোমনাথ, আমি সোমনাথ হালদারকে দাঁড়াতে বলেছি।“ একথা শুনে আমার হৃদস্পন্দন যেন দিগুণ হয়ে গেলো। আমি কাঁপতে শুরু করলাম। সবাই অবাক । এতদিন ক্লাসে কেঊ জানত না যে আর একটা সোমনাথ আছে ক্লাসে। স্যার ধমকে উঠলেন, “ পিছন বেঞ্চ, সোমনাথ উঠে দাঁড়াও, লুকিয়ে লাভ নেই। উঠে দাঁড়াও, পড়া বলো।“ আগের দিনে স্যার পড়া দিয়েছেন আট লাইন কবিতা আবৃত্তি, “শোকাকুলা চিত্রাঙ্গদা “। এটি মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদ বধ “ মহাকাব্যের একটি অংশ বিশেষ, যা সম্পূর্ণ অমৃতাক্ষর ছন্দে রচিত। ভয়ে ভয়ে আমি উঠে দাঁড়ালাম। সবাই পিছন ফিরে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারলাম। ভোয়ে আমার গলা শুকিয়ে কাঠ। স্যার আমার অবস্থা বুঝতে পেরে আমার কাছে উঠে এলেন । মাথায় হাত বুলিয়ে সাহস জুগিয়ে বললেন, “ এখাণে ভয়ের কিছু নেই, তুমি নিশ্চিন্তে আবৃত্তি করো।“ , সকলের উদ্দেশ্যে বললেন,” তোমরা সবাই শোনো, এ হল সোমনাথ হালদার, এবারের ষাণ্মাসিক পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর ৯৮ পেয়েছে। এবার থেকে ও ফার্স্ট বেঞ্চে বসবে। ওর জন্য একটা জায়গা খালি রাখবে। আমি সাহস করে ভালো কবিতা আবৃতি করলাম। এরপর একে একে অনেক স্যার এসে আমার প্রশংসা করলেন, আর আমিও কলেজে ভালো স্টুডেন্ট হীশেবে পরিচিত হয়ে উঠলাম।
আমি মাস্টার্স কমপ্লিট করার পরই বাড়িতে সবাই উঠে পড়ে লাগে আমার বিয়ে দেওয়ার জন্য। আসলে ২০ বছর আগে যখন আমার তিন বছর বয়স তখন আমার ছোটো পিসির বিয়ে হয়েছিল। এরপর বাড়িতে আর কোনও অনুষ্ঠান হয়নি । বাড়িতে আমি, বাবা ও মা ছাড়া আর কোনও মেম্বার নেই। তাই মায়ের ইচ্ছে আমি যেন তাড়াতাড়ি বিয়ে করি, এতো চাকরি পাওয়ার দরকার নেই, কারণ জমিজমার অভাব নেই আমাদের। কিন্তু আমি বি এড করবার জন্য দু বছর সময় নিয়েছিলাম। তাই একমাস চাকরি করার পর পূজার ছুটিতে যখন বাড়ী এলাম, বিজয়া দশমীর ঠিক পরে একাদশীর দিন আমার পিসতুতো দিদি অন্তরাদি এসে বলল ,” ভাই, চল, আজ এক জায়গা যাবো সকলে।“ আমি জিজ্ঞেস করলাম , “কোথায় ? “ অন্তরাদি বলল, “সারপ্রাইজ”। বিকেলে মাঝ রাস্তায় গিয়ে বুঝলাম আমরা মেয়ে দেখতে যাচ্ছি। আমার বরাবরই ফর্সা আর লম্বা মেয়েদের প্রতি একটা দুর্বলতা ছিল। আমি দিদিকে বলেও ছিলাম একসময় , আমি যাকে বিয়ে করব তার হাইট যেন ৫ ফূট ৪ ইঞ্চি হয়। যাইহোক প্রিয়াকে দেখে আমার খূব পছন্দ হয়েছিল। ফর্সা, লম্বা, ইংলিশে অনার্স, মাস্টার্স ফাইনাল ইয়ার পড়ছে। তার ওপর নীল শাড়ীতে ওকে একদম নীল পরি লাগছিল। আমিতো ফিদা। অন্তরাদিতো আরও এক কাট উপরে। ঠিকই বুঝতে পেরেছে আমার পছন্দ হয়েছে। আমাকে জিজ্ঞেস না করেই হটাত একটা রুমে জোর করে আমাকে ঢুকিয়ে দিয়ে বলল,” যা বাসর সেরে নে’” । আমি কিছু বূঝে ওঠার আগেই বাইর থেকে দরজায় ছিটকিনি লাগানোর শব্দ শুনতে পেলাম। রুমে আমি একা নই, প্রিয়াও রয়েছে। আমি বলেইছি , আমি খুবই ভিতু স্বভাবের। মেয়েদের থেকে শত যোজন দূরে থাকতাম। তাই একটা প্রেমও করিনি। তবে কোনও মেয়ে যদি নিজের থেকে আগে আমার সাথে বন্ধুত্ব করে, সেক্ষেত্রে আমার খূব একটা অসুবিধা হতো না।