Thread Rating:
  • 151 Vote(s) - 3.68 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery পদ্ম নাগের বিষ
পর্ব ১৫

ভরা বর্ষায় নদীর দু'কুল ছাপিয়েছে। ওপাশে সুন্দরবন, এপাশে সুন্দরবন। দুই প্রান্তই প্রাণবন্ত। জাল গুটিয়ে আনলো ষষ্ঠী। শম্ভু বললে---উটা কি রে ষষ্ঠী, ঘড়িয়ালের বাচ্চা জালে উইঠছে লা কি?

তাই তো! ষষ্ঠী দ্রুত জাল থেকে ছাড়িয়ে ছোট ঘড়িয়াল ছানার লম্বা চোয়ালটা চেপে ধরে বললে--লি যাবি লা কি ষষ্ঠী ইটা রে?

শম্ভু হেসে বললে---ছাইড়ে দে। আরেক বার জাল ফেইলে দেখ, আজ সরবেড়িয়ায় হাটবার আছে কি লা।

মজিদের ডিঙি অদূরেই। সে হাঁক দিল---কি রে বেদের পো? জালে উইঠল কিছু?

---লা, চাচা। একটা ঘড়িয়াল উঠছে, লিবে লা কি?

---উটা তু লিয়ে যা। মাংস কাটে খাবি।

শম্ভু বললে---চাচা গান ধইর একটা। বহুত দিন তুমার মুখে গান শুনি লাই।

মজিদ গান ধরল--- আর কতকাল ভাইসবো আমি দুঃখের সারি গাইয়া জন্ম গেলে ঘাটে ঘাটে/ আমার জনম গেইল ঘাটে ঘাটে ভাঙা তরী বাইয়ারে/ আমার ভাঙা তরী বাইয়া রে..।


ভারী পেট নিয়ে রমার এখন ঘর সংসারে কাজ করতে অসুবিধা হয়। লতাই সহায়তা করে। সাত মাসের পেট নিয়ে রমা বসে রয়েছে উঠানের দোলনায়। এই দোলনা বেঁধে দিয়েছে শম্ভু। তার বাচ্চা দোল খাবে বলেই তার এই তোড়জোড়।

রমার চোখ বিষন্ন দৃষ্টিতে বাঁধা নদীর দিকে। ভরা নদীতে চেয়ে আছে সেই স্নান করে কোমর অবধি এক ঢাল ভেজা কালো চুল মেলে।

লতা চলে গেছে রাঁধার কাজ সেরে। শম্ভু ফিরলেই খাবার বাড়বে রমা। আজকাল ওরা দু'জনে এক থালাতেই খায়। শম্ভুর অনেক দাবী। ভারী পেট নিয়ে যতই কষ্ট হোক শম্ভুর স্নানের সময় রমাকে গামছাটা, তেলটা, সাবানটা নিয়ে কলতলায় দাঁড়াতে হয়। স্বামী সেবা করতে তৎপর হয়ে উঠতে হয়।

শম্ভু রমার চেয়ে সাত-আট বছরের ছোট। অথচ এ ক'দিনে সে স্বামীর অধিকারে রমার ওপর পূর্ন নিয়ন্ত্রণ নিয়েছে। পুরুষ যখন নারীকে শরীরী চাহিদায় তৃপ্ত করতে পারে এবং একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তখন নারীর সহজাত প্রবৃত্তি সে পুরুষের নিকট বশ্যতা স্বীকার করা। সেই বশ্যতায় থাকে ভালোবাসা, সুখ ও স্বাচ্ছন্দ্য। রমাও তেমন ভাবেই শম্ভুর নিয়ন্ত্রণে বশীভূত ছিল।
আজকাল রমা বুঝতে পারে এই বাধাহীন পরিস্থিতিতে শম্ভু যেন পুরোদস্তুর রমার দেহ-মনের মালিক। রমা এখনো শম্ভুর পথ চেয়ে বসে থাকে, অপেক্ষা করতে থাকে এই তারুণ্য ভরা ভালোবাসার যুবক স্বামীটির জন্য। তার কঠোর শরীরের তীব্র যৌন ক্ষমতায় নিয়ন্ত্রণ হয়ে তৃপ্ত হয় তার নারীদেহ। এখনো মন প্রাণ দিয়ে সে শম্ভুর প্রতি গ্রাম্য মহিলাদের মত স্বামী সেবা করে যাচ্ছে। কিন্তু এই বাধাহীন নিয়ন্ত্রনে সে যে তার শিক্ষিতা, রুচিশীল স্বাধীনতা বোধ হারিয়ে ফেলছে, কষ্ট পায় রমা।

বিষন্ন চোখে শম্ভুর অপেক্ষায় বসে রইলেও পীযুষের জন্য রমার ভালোবাসার অথৈ বুকে হাহাকার ওঠে। মাঝ রাতে একা ধরফড়িয়ে উঠে বসে প্রায়শই পিকলুর কথা ভেবে। পিকলু সুস্থ হয়ে উঠেছে আশি শতাংশ, শম্ভুর কথা মত এখন আর জড়িবুটি না করে ডাক্তারের অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসা করলেই চলবে। ও শীঘ্রই সম্পূর্ন সুস্থ হয়ে উঠবে। আবার পিকলু কলেজ যাবে। যে ছেলের মা ছাড়া চলে না, যে ছেলে কলেজ থেকে, সুইমিং থেকে কিংবা ড্রয়িং ক্লাস থেকে ফিরেই ঘরময় মা মা করে বাড়ি মাথায় তোলে, সে ছেলে মা ছাড়া! এমন অবস্থায় রমার ভয় হয়। তার পেটের ওপর হাত রাখে। তার পেটের বাচ্চাটা বড় হচ্ছে, সাড়া দেয়। যতই হোক অবৈধ প্রণয়ে, তবু তার ভালবাসার সন্তান, তার গর্ভে বড় হতে থাকা শিশুটিকে আঁকড়ে বাঁচতে হবে তাকে।
Like Reply


Messages In This Thread
পদ্ম নাগের বিষ - by Henry - 21-10-2023, 11:21 PM
RE: পদ্ম নাগের বিষ - by Henry - 26-03-2024, 11:57 PM



Users browsing this thread: 22 Guest(s)