26-03-2024, 11:52 PM
(26-03-2024, 04:29 PM)kumdev Wrote:
এতগুলো বছর নিজের সঙ্গে কাটিয়ে দিয়ে ইলিনা ব্রাউন তবু নিজেকে চিনতে পারে না। একটা প্রশ্ন আজও তাকে তাড়া করে ফেরে কি তার সঠিক পরিচয়?প্রশ্নটা হল সেকি সায়নি ব্রাউনের মেয়ে নাকি তার মেয়ে মামন রাইয়ের মেয়ে?মামনের মেয়ে হলে মিসেস ব্রাউন তার মা নয় গ্রাণ্ড মম।
তার জন্মগত অনিশ্চয়তা ,ধাঁধার মূলে তারই বর্বর বাপ ম্যাথু আর্নল্ড ব্রাউন।খাস ইংরেজ দেশ ছেড়ে এসে দার্জিলিংএর একটা চা বাগানের ম্যানেজার।গরু বাথাণে তার সুসজ্জিত বাংলো।একটি কন্যা সন্তান নিয়ে বিধবা সুন্দরী কিশোরীর অসহায়তার সুযোগ নিয়ে তাকে বাংলোতে সেবাদাসী হিসবে রেখে তার উপর পশুর ক্ষিধে মেটাতে থাকে।ম্যাথুু ব্রাাঊণের দাপট অঞ্চলে সাংঘাতিক, সাহেবের বিবি হবার সুবাদে অঞ্চলে সাওনি ব্রাউনের প্রতিপত্তিও যথেষ্ট বেড়ে গেল।সব কিছু সায়নি ব্রাউনের কাছে এক পরম প্রাপ্তি বলে মনে হল।
সাইনি কে "সায়নি" দেখে প্রথম বুঝতে পারিনি। বেশ বাংলা করেছেন লেখক মহোদয়