26-03-2024, 11:45 AM
(13-10-2021, 12:03 PM)kamonagolpo Wrote: প্রাচীন ভারতে অবৈধ সেক্সকে সেরকম কোন অপরাধ বলে মনে করা হত না। মহাভারতে আছে সত্যবতীর সাথে ঋষি পরাশরের অবৈধ মিলন হয় এবং সন্তান ব্যাসের জন্ম হয়। সত্যবতী পরে ভারতের অন্যতম রাজবংশে কুরুদের মহারানী হন। এবং ব্যাসদেব বিরাট ঋষি হয়ে পরবর্তীকালে মহাভারত রচনা করেন। কেউ এর জন্য তাঁদের গায়ে কালি ছেটায়নি বা তাঁদের জীবনেও কোন সমস্যা তৈরি হয়নি। সম্মান নিয়েই তাঁরা জীবিত ছিলেন।
আমার ব্যক্তিগত মতে মহাভারত হচ্ছে পৃথিবীর সেরা পর্নোস্টোরি।