25-03-2024, 08:43 PM
বুচ - এ ব্ল্যাক স্টাড অ্যান্ড হিস জর্জিয়া পীচ
একটি পর্ন ম্যাগাজিন পিকটোরিয়াল যার ফলে পাবলিশারের জীবনসংশয় হয়েছিল
সময়টা সত্তরের দশক, আমেরিকাতে তখনও বর্ণবিদ্বেষ যথেষ্ট প্রবল। ইন্টাররেসিয়াল বিয়ে ও যৌনসম্পর্ক তখনও অনেক মানুষকে রাগিয়ে তোলে।
এইরকম সময়ে ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে পর্ন ম্যাগাজিন হাসলার এ প্রকাশিত হল এই ইন্টাররেসিয়াল পর্ন ফোটোশুটটি। হাসলার পত্রিকাটি ছিল একটি বড়মাপের পত্রিকা যা সারা দেশে পাওয়া যেত। একজন কৃষ্ণাঙ্গ পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ নারীর নগ্ন ফোটোশুট দেখে অনেকেই আঁতকে উঠেছিল।
১৯৭৮ সালের ৬ই মার্চ হাসলার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ল্যারি ফ্লিন্টকে জোসেফ পল ফ্র্যাঙ্কলিন নামক একজন সিরিয়াল কিলার ও হোয়াইট সুপ্রিমেসিস্ট গুলি করে। ভীষনভাবে আহত হয়েও ল্যারি ফ্লিন্ট প্রানে বেঁচে যান কিন্তু বাকি জীবন তাঁকে অসুস্থতা ও হুইলচেয়ারেরই কাটাতে হয়।
জোসেফ পল ফ্যাঙ্কলিন জানায় যে হাসলার ম্যাগাজিনে সে এই ইন্টাররেসিয়াল যৌনছবিগুলি দেখে চরমভাবে রেগে যায় এবং ল্যারি ফ্লিন্টকে হত্যা করার সংকল্প করে।
ল্যারি ফ্লিন্টকে গুলি করার জন্য জোসেফ পল ফ্র্যাঙ্কলিন ধরাও পড়েনি এবং তার কোন সাজাও হয়নি। কিন্তু অন্য কিছু খুনের জন্য শেষ অবধি সে ১৯৮০ সালে ধরা পড়ে। শেষ অবধি ২০১৩ সালে তাকে ইন্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এই ঐতিহাসিক পর্ন ছবিগুলি দেখে কেউ বুঝতেই পারবে না যে এর পিছনে কত বড় কাহিনী লুকিয়ে আছে। বর্তমানে ইন্টাররেসিয়াল পর্ন খুব কমন হলেও সত্তরের দশকে এটা খুবই কম দেখা যেত।