24-03-2024, 09:45 PM
(22-03-2024, 12:12 PM)Henry Wrote: হ্যা। গল্পটি শেষের পথে। আরো দু'টি আপডেট দিয়ে গল্পটি শেষ হবে। খুব সম্ভবত সোমবার রাতে আপডেট দেব। আর অনেকেরই মতামত "হেমন্তের অরণ্যে"র বাকি অংশ লেখার জন্য। "হেমন্তের অরণ্যে" খুব যত্ন নিয়ে লেখা, তার সাথে পাঠকের জন্য নতুন চমক ছবিগুলি। কাজেই এত যত্ন নিয়ে যা লেখা, তা তো অবশ্যই শেষ করতে হবে। কিন্তু "হেমন্তের অরণ্যে"র ইতি টানতে হলে আমি চাই একইভাবে তার চিত্র সহ ধারাবাহিকতা রাখতে। যা অত্যন্ত সময় ব্যয় করে করতে হবে। কাজেই তা এখনি আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু অবশ্যই তার ইতি টানবো। তাহলে "পদ্ম নাগের বিষ" গল্পের পর কি পাঠকের জন্য কিছু থাকবে না? খুব সম্ভবত ইংরেজি সেকশনে একটা গল্প লেখার দাবী আছে পাঠকের, তা করতে পারি, নতুবা বাংলা সেকশনেও কিছু লিখতে পারি। খুব ডার্ক অথচ মমস্পর্শী একটি গল্প ভাবনায় আছে। যা একটি ব্যান ইউরোপীয় স্বল্প দৈর্ঘ্যের ছবির ওপর উপন্যাস আকারে গড়ে তোলা যায়। তবে মুশকিল হল গল্পের বিষয় জুফিলিয়া বা বেষ্টিয়ালিটি। যা এই ফোরামে ব্যান। জানি না এই বিষয়ে লিখলে যদি গল্পটি বেঙ্গলি সেকশনের 'এক্সট্রিম হার্ডকোর' বিভাগেও রাখা যায়, তাহলেও লেখা যাবে। এ বিষয়ে মডারেটর অনুমতি দিলে লিখব পরবর্তী ক্ষেত্রে। নতুবা ইংরেজি সেকশনে চলে যাবো, সেখানে নতুন গল্পটি শেষ করতে করতে নিশ্চিত পুজোর ছুটির সময় চলে আসবে, তখন ছুটির প্রেক্ষাপটে হেমন্তের অরণ্যে সমাপ্ত করব। জু ফিলিয়া নিয়ে লেখা যায় কিনা জানাবেন। ভালো থাকুন, ইরো সাহিত্য বেঁচে থাক।
Not into bestiality. But i believe whatever you writes turns out to be phenomenal. So i would be rooting for you anyway. I stil remember, i just created this account to write to you on your posts. Your adept use of language transforms simple descriptions into vivid, literary masterpieces. I would read anything that you writes, non fiction, non erotic fiction, erotic fiction. anything. I have one simple request "JUST KEEP WRITING " please. And if you can, please complete "Mangalsutra" or write stories with analogous scenarios. Thank you