24-03-2024, 09:08 PM
তোমার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। দারুণ হচ্ছে।
একটা কথা বলতে চাই, যদিও মনে হয় আধুনিকা হিসেবে তোমাকে কিছু বলতে যাওয়া তেলা মাথায় তেল দেওয়ার মতোই হয়ে যাবে। ভালো বিদেশী সিনেমা দেখো, অন্য ভালো লেখক-লেখিকাদের গল্প পড়ো - মূলধারা এবং ইরোসাহিত্য - দুটোই। আশা করি, তুমি এর থেকেও অনেক বেশী সাহিত্যচর্চা করে থাকো এবং শিল্পের অনুরাগিনী।
চালিয়ে যাও। শুভেচ্ছা রইলো।