Thread Rating:
  • 26 Vote(s) - 2.69 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery অন্তর্বর্তী শূন্যতা
#59
আয়ুষী – এখন সময়ের হিসাবে কটা বাজে ও জানে না। হয়তো সাতটা। কিম্বা আটটা। ন’টাও হতে পারে। আবার দশটা হলেও কিছু করার নেই। আসলে ও সময়ের হিসাবটা বর্তমানে ভুলে গেছে। গুণে গুণে নয় নম্বর সিগারেটটা বের করে খালি প্যাকেটটাকে দূরে অন্ধকারের মুখে ছুঁড়ে মারল। এর আগে এখানে বসেই আটটা সিগারেট খেয়ে শেষ করেছে। লাইটারটা দিয়ে সিগারেটটা ধরিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ল। অল্প একটু দূরে অন্ধকারের বুক চিরে দিয়ে বয়ে চলেছে গঙ্গা। তিন্নিদের বাড়ি থেকে বেরিয়ে ও সোজা এসে বসেছে এই গঙ্গার ঘাটে। তারপর থেকে ব্যয় হয়েছে অনেকটা সময় এবং আটটা সিগারেট। ওর চারপাশে এখন জমাট বাঁধা অন্ধকার। কেবল ওর দুই আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সামান্য লালচে আগুন। আবার একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। ঘড়ি নেই ওর হাতে। কোনোদিনই পরার অভ্যাস নেই। থাকলে হয়তো সময়টা দেখতে পারত। কিন্তু ওটা তো ফোনে দেখতে পারে। কিন্তু সেই ইচ্ছাটাও এখন আর নেই। ফোনটা ওর হাতের কাছেই একটু দূরে মাটির উপরে পড়ে রয়েছে। ও যখন এখানে এসে বসেছিল তখন বিকেলের শেষ মরা আলোটা এসে পড়েছিল ওই পৃথিবীর বুকে। ও এসে বসেছিল গঙ্গার ধারে। ও প্রায়ই এখানে আসে। এর আগে অনেকবারই এসেছে। তবে প্রতিবারই তিন্নির সাথে। তিন্নির ফেভারিট জায়গা এটা। ওরা দুজন এখানে এসে বসে। উঁহু। বসত। আর হয়তো সেই সুযোগ পাবে না। তিন্নি। পাগলী মেয়ে একটা। অন্ধকারকে কম বেশী সব মেয়েই ভয় পায়। কিন্তু তিন্নি পায় না। বরং উল্টে ও অন্ধকারকে এঞ্জয় করে। এখানে এসে বসার কারণটাই সেটা। কেবল অন্ধকারের মধ্যে বসে থাকা। আর দূর থেকে গঙ্গার ভেসে আসা জলের শব্দ শোনা। ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল ও। কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটাকে ঘিরে। মনে আছে আজ থেকে খুব বেশী নয় দুই-তিন বছর আগের এক সন্ধ্যের কথা। এইরকমই একটা সন্ধ্যে। আবার এইরকম নয়। অন্তত এইরকম মনমরা তো নয়ই। সেদিন ওদের হায়ার সেকেন্ডারীর রেজাল্ট বেরিয়েছে। স্কুলের সীমা পেরিয়ে এবার একটা নতুন জীবন। উন্মুক্ত জীবন। স্কুল থেকে রেজাল্ট নিয়ে বেরিয়ে এসে ও তিন্নিকে বলেছিল, “চ্।”

-  “কোথায়?” অবাক হয়ে বলেছিল তিন্নি।

-  “গঙ্গার ঘাটে।”

-  “এখন!?” আবারও অবাক তিন্নি।

-  “কেন? কি অসুবিধা আছে?” এবার ওর অবাক হওয়ার পালা।

-  “না মানে। দ্যাখ্ আকাশের অবস্থা ভালো নয়। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। সঙ্গে ছাতাও আনিনি। তার চেয়ে চল আমাদের বাড়ি যাই।” মেঘলা আকাশের দিকে তাকিয়ে ইশারা করে বলল তিন্নি।

-  “না। আমার যখন ইচ্ছে হয়েছে তখন আমি গঙ্গার ঘাটেই যাবো। তুই বরং বাড়িই যা।” রাগ দেখিয়ে বলল ও।
-  “না। তোকেও যেতে হবে না। বৃষ্টি হলে ভিজে মরবি।” তিন্নি বলল।

-  “ভিজলে ভিজবো। তোর অত কিসের চিন্তা? তুই বাড়ি যাবি, যা না। কে আটকাচ্ছে!” আবার রাগ দেখিয়ে বলল ও।

-  “ওরে, রাগ দেখো! আচ্ছা চ্। আমিও যাবো তোর সাথে।” মুচকি হেসে বলল তিন্নি।

-  “না তোকে যেতে হবে না। আমি একাই যাবো।” ও আরোও রাগ দেখিয়ে বলল।

-  “থাক। আর গোঁসা করতে হবে না। এবার চ্।” ওর হাত ধরে টেনে বলল তিন্নি।

সেদিন তিন্নির কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। গঙ্গার ঘাটে পৌঁছাবার একটু পরেই নামল ঝেঁপে বৃষ্টি। মূহুর্তের মধ্যে দুজনে বৃষ্টিতে ভিজে চান করে গেল। আকাশ মেঘলা হয়ে অন্ধকার হয়ে গেছে অনেকটাই। তার উপরে মুষলধারে বৃষ্টি। চোখে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আবার তার সাথে হঠাৎ করেই শুরু হল আকাশ চিরে বজ্রপাত। তিন্নি ওর জামার হাতাটাকে খামচে ধরে ভয় ধরা গলায় বলল, “দেখলি। আমার কথা শুনলি না। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজ।” ওর কথা শেষ হওয়ার আগেই তীব্র শব্দে আরো একটা বাজ পড়ল। চারপাশটা সাদাটে আলোয় ভরে গেল। তিন্নি আরো কিছুটা সেঁটে এল ওর শরীরের কাছে। ভয়ে আর বৃষ্টিতে ভিজে তিন্নির শরীরটা থর থর করে কাঁপছে। কাঁপছে ও-ও। কিন্তু সেটা তিন্নিকে দেখানো যাবে না। তাহলে বেচারী আরো ভয় পেয়ে যাবে। এই মুহুর্তে ওদের চারপাশে কোনো জনপ্রাণী নেই। হঠাৎই ওর চোখে পড়ল একটা সামান্য ছাউনি সেদিকে আঙুল বাড়িয়ে ও বলল, “চল। আপাতত ঐ ছাউনিটার তলায় গিয়ে দাঁড়াই।” বলে দুজনেই তাড়াতাড়ি পা বাড়াল ছাউনিটার দিকে। কাছে এসে দেখল সেটা একটা অস্থায়ী দোকান গোছের। তবে ভিতরে কেউ নেই। মাথায় ত্রিপল থাকায় ভিতরে অন্তত জল পড়ছে না। দুজনে সেই ছাউনির তলায় ঢুকে পড়ল। ভিতরে জল পড়ছে না ঠিকই, তবে বৃষ্টির ছাঁট গায়ে এসে পড়ছে দুজনেরই। এতক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে দুজনেই ভিজে চান করে গেছে। কেমন যেন শীত শীত করছে। কাছেপিঠে আবার একটা বাজ পড়ল সশব্দেতিন্নি নিজের চোখ আর কান বুজে ওর শরীরের সঙ্গে লেপ্টে গেল প্রায়। আধো আলো আর আধো অন্ধকারে ও দেখল তিন্নিকে। বেচারী ওর বুকের কাছে মাথাটা নামিয়ে চোখটা বুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। ও হাত বাড়িয়ে ওর ভেজা শরীরটাকে শক্ত করে ধরল। তিন্নি এবার চোখ খুলে ওর দিকে তাকালো। ভয়ার্ত সেই চোখে কি আরো কিছুর ছায়া সেদিন ও দেখতে পেয়েছিল? সাদা ইউনিফর্ম ভিজে গিয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হাল্কা শ্যাওলা কালারের ব্রাটা বিশ্রীভাবে ফুটে উঠেছে ইউনিফ্রমের তলা থেকেসেইদিকে তাকিয়ে ওর মনটা হঠাৎ করেই কেমন জানি হয়ে গেল। তিন্নি কেবল ওর কাছে বন্ধু নয়। বরং তার থেকে অনেক অনেক বেশী কিছু। এই ভাবটা ওর মনে অনেক দিন ধরেই আছে। কিন্তু ও মুখ ফুটে বলতে পারেনি ওকে। ভয় হয়। যদি তিন্নি ওকে ছেড়ে দিয়ে চলে যায়। ও সেটা কিছুতেই সহ্য করতে পারবে না। তিন্নির মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখল। গোটা মুখটা জলে ভেজা। গালে, কপালে, চিবুকে, ঠোঁটে কতকগুলো বড়ো, মাঝারী, ছোটো জলের ফোঁটা ভীড় করে আছে। কয়েকগাছা চুল লেপ্টে আছে ওর কপালে। দুই আঙুলে সেগুলো সরিয়ে দিল ও। তিন্নি কিছু বলতে গিয়েও বলল না। ঠোঁটদুটোকে একবার খুলেই বন্ধ করে দিল। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চিবুকে। তারপর আরো নীচে গড়িয়ে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে কোথাওহঠাৎ কি জানি কিছু একটা ঘটে গেল মুহুর্তের মধ্যে। দুই হাতের মধ্যে তিন্নির মাথাটাকে আলতো করে ধরে ওর ঠোঁটদুটোর উপরে রাখল নিজের ঠোঁট দুটোকে। শক্ত করে জড়িয়ে ধরল তিন্নির ভেজা, কাঁপতে থাকা শরীরটাকে। ভেজা সাদা ইউনিফর্ম আর শ্যাওলা কালারের ব্রাতে ঢাকা কচি লেবুর মত বুকদুটো ওর বুকে ঘষা খেতে লাগল। এই স্পর্শটাই ওকে যেন বেশী করে মাতাল করে তুলছিল। দুজনের ঠোঁটদুটো কতক্ষণ একে অপরের সঙ্গে লেগেছিল ওরা নিজেরাও জানে না। ওর মনে হয় এক যুগ। হবে হয়তো। এর পরে অনেকবার ও তিন্নিকে কিস করেছে। ছুঁয়ে দেখেছে ওর তণ্বী শরীরটাকে। কিন্তু সেই বৃষ্টিভেজা সন্ধ্যের স্পর্শ আর ফেরত পায়নি। হয়তো প্রথম কিস বলেই ওটা এতটা আলাদা। এতটা স্পেশাল। তিন্নি কিন্তু সেদিন বাধা দেয়নি ওকে। নিজেকে ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেনি। বরং উল্টে নিজেকে যেন সঁপে দিয়েছিল ওর কাছে। ওর হাতে। ওর বুকে। যখন ওর হাত নেমে এসেছিল ওর বুকে, তখনও ও বাধা দেয়নি। যখন ওর হাত মেপে নিচ্ছিল ওর বর্তুলাকার বুকের পরিধি, তখনও ও মানা করেনি। যখন ওর ঠোঁট শুষে নিচ্ছিল ওর শরীরের সব তাপ, তখনও ও নিষেধ করেনি। তিন্নির ইউনিফর্মের একটা বোতাম সেদিন ছিঁড়ে কোথায় পড়ে গিয়েছিল, অনেক চেষ্টা করেও ওরা খুঁজে পায় নি। কিন্তু তাতেও তিন্নি রাগ করেনি। সেদিন বাড়ি ফিরতে দুজনেরই অনেক রাত হয়ে গিয়েছিল। বকুনিও খেয়েছিল অনেক। কিন্তু তাতেও দুজনের কিছুই মনে হয়নি। বিশেষ করে ওর। তিন্নির প্রতি ভালোবাসাটা অঙ্কুরিত হয়েছিল সেদিন থেকেই। তারপর থেকে অনেকটাই সময় বয়ে গেছে। সেদিনের সেই সদ্য অঙ্কুরিত চারাগাছ আজ অনেকটাই ডালপালা মেলেছে।
 
দুই আঙুলের ফাঁকে নিভে আসা আগুনটাতে শেষবারের মত একটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। পাশে পড়ে থাকা ফোনের স্ক্রিণটা একবারের জন্য জ্বলে উঠে নিভে গেল। ফোনটা হাতে নিয়ে দেখল একটা নোটিফিকেশন এসেছে। অ্যাপটা গতকাল রাতেই ইন্সটল করেছিল। ওটা দেখাতেই আজ গিয়েছিল তিন্নির কাছে। ইচ্ছা ছিল ওরও একটা প্রোফাইল খুলে দেবে। কিন্তু সেটা আর হল না। ছোট্ট করে দীর্ঘশ্বাসটা ফেলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লিখে লগ ইন করল। Eisheth26কাল অনেক রাত অবধি জেগে এই প্রোফাইলটা তৈরী করেছে। নামটা নেটে খুঁজে খুঁজে পেয়েছে। Eisheth হচ্ছে একধরনের succubus. এরা একধরনের ডেমন বা শয়তান, যারা ঘুমন্ত মানুষের সাথে সেক্স করে তাদের আত্মাকে গ্রাস করে। নামটা একবারেতেই পছন্দ হয়ে গিয়েছিল ওর। লগ ইন করার পরে প্রথমেই যে নোটিফিকেশনটা দেখতে পেল সেটা হল Himeros07 নামে কেউ একজন ওকে পার্টনার রিকোয়েস্ট সেন্ড করেছে। Male দেখেই ইগনোর করল ও। সোজা চলে গেল সাজেশন অপশনে। পরপর কয়েকটা প্রোফাইল ভিজিট করল। কয়েকটা পছন্দও হল। তাদেরকে পার্টনার রিকোয়েস্ট সেন্ড করল। অল্প একটু পরে তাদের মধ্যে একজন ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্টও করল। নামটা আরো একবার পড়ল ও। Aphrodite24 বয়সটা নাকী ২৪। ফেক প্রোফাইল জেনেও ওটাকেই রিকোয়েস্ট সেন্ড করেছিল। কথা বলার ইচ্ছাও ছিল। কিন্তু এখন আর ভালো লাগছে না। পরে বলবে বলে ঠিক করল। ফোনটাকে রেখে দিতে যাচ্ছিল, হঠাৎই আরো একটা নোটিফিকেশন ঢুকল ওর ফোনে। হিমেরস নামের প্রোফাইলটা থেকে আবার ওকে রিকোয়েস্ট পাঠিয়েছে। অসহ্য একটা! প্রথমে ভেবেছিল decline করে দেবে। কিন্তু তাতে লাভ কি হবে? হয়তো আবার ওকে রিকোয়েস্ট সেন্ড করবে। এইসব ছেলেদের তো আর কাজ নেই! মেয়ে দেখলেই নোলা ঝরে। তার চেয়ে অ্যাকসেপ্ট করে ফেলে রাখলেই হল। রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে মিউট করতে যাবে, তার আগেই একটা চ্যাট ঢুকল তার কাছ থেকে। লেখা আছে, “Hi.” সঙ্গে সঙ্গে তমাল দার মুখটা মনে পড়ে গেল ওর। ও যে বোনের সাথে মিশুক সেটা তমাল দা একদমই চায়নি। হয়তো কিছু একটা আন্দাজ করেছিল। আর আজকের ঘটনাটার পিছনে যে তমালদার হাত রয়েছে তাতে ও দুশো শতাংশ নিশ্চিত। এই জন্যেই ওর কোনো ছেলেকেই পছন্দ হয় না। এটাও মনে হচ্ছে সেইরকমই একজন চ্যাংড়া হবে। একে যে করেই হোক থামাতে হবে। ও লিখে পাঠাল, “Who the fuck you are???” ও ভাবল এতে বুঝি ওর শিক্ষা হবে। কিন্তু কুকুরের লেজ চিরকাল বাঁকাই থাকে। প্রায় মুহুর্তের মধ্যে উত্তর এলো, “I think you should mind your language.” শালা বোকাচোদা! জ্ঞান চোদাতে এসেছে! গা জ্বলে যায়! “Go to HELL.” লিখে একটা middle fingered ইমোজি পাঠিয়ে দিল। ও ভাবল এতেই বোধহয় ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ ওপাশ নিস্তব্ধ। মনে মনে ও খুশীই হল। শান্ত হয়েছে হারামীটা। কিন্তু না। ভুল ভেবেছিল ও। আবার একটা চ্যাট ঢুকল। অনিচ্ছা সত্তেও খুলে দেখল, “That’s where I have come from.” শালা সেয়ানা সাজছে। মুখের মত একটা জবাব দিতেই হবে। তাড়াতাড়ি লিখল, “You are just a pimp. Stay away.” এবার উত্তর এল, “I can’t. I want to talk with you.” এই তো শালা, পথে এসো! মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। “And why should I talk with you?” উত্তর এল, “Just because I want to.” শালা কোথাকার রাজা উজির এলো রে। দাঁড়া তোর ব্যবস্থা করছি। এটা যে কোনো চ্যাংড়া ছেলের প্রোফাইল তাতে কোনো সন্দেহ নেই। তবুও ও লিখল, “Are you a MALE or FEMALE?” ও বাজিয়ে দেখতে চাইল। আবারও ঘোরা পথে জবাব এল, “And why do you concern?” ওভারস্মার্ট সাজা বের করছি। “Just answer me. Or get lost.” এবারের জবাবটা পড়ে ও মুচকি হাসল। এতক্ষণে ওষুধে কাজ ধরেছে। “I am a guy.” ও মুচকি হেসে তাতাবার জন্য লিখল, “I thought you are a gay.” কিন্তু শালা ভাঙ্গবে তবু মচকাবে না। লিখে পাঠিয়েছে, “Wish to test (taste) me?” সারাদিন তো মাথায় কেবল একটা জিনিসই ঘুরছে। মুখ বাঁকিয়ে লিখল, “You wish!!! Are you capable???” উত্তর এল “I think so.” ও কিছু একটা লিখতে যাচ্ছিল। তার আগে একটা নোটিফিকেশন ঢুকল। ক্লিক করে দেখল কে একটা Cupid69 নামের প্রোফাইল থেকে ওকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আরো একটা ছ্যাঁচড়া। ঝোঁকের মাথায় ওকেও অ্যাকসেপ্ট করে দিল। তাকে কড়া করে একটা চ্যাট লিখবে ভাবল। কিন্তু তার আগেই সেখান থেকে চ্যাট এল। “Hi, Eisheth, want to be my friend?” পড়েই গা জ্বলে গেল ওর। শালা এখনো কথা বলতে শেখেনি। জবাবে লিখল, “Fuck off, Pimp.”

আবার একটা নোটিফিকেশন ঢুকল ফোনে। না। এবার আর অ্যাপে নয়। বরং হোয়াটসঅ্যাপে। খুলে দেখল ওদের বাউন্ডুলে ব্যান্ডের গ্রুপে মেসেজ ঢুকেছে। তমাল দা লিখেছে। “Guys, আমি আর তিন্নি এই ব্যান্ডে থাকব না। আমরা ব্যান্ড ছেড়ে দিচ্ছি।” প্রায় সাথে সাথেই আরো খান চারেক ম্যাসেজ ঢুকল গ্রুপে। সবাই জানতে চাইছে কারণ কি। তমাল দা আবার মেসেজ করল, “কালকে বিকালে সবাই আমাদের বাড়িতে এসো। এই বিষয় নিয়ে আলোচনা হবে।” সবাই জানতে চাইছে কারণ কি। ও চুপচাপ গ্রুপ থেকে বেরিয়ে তিন্নিকে একটা মেসেজ করল। “এমনটা করিস না, তিন্নি। প্লিজ। একবার আমার কথাটা শোন।” মেসেজটায় মুহুর্তের মধ্যে নীল দুটো টিক পড়ল। তার মানে তিন্নি ওর মেসেজটা পড়েছে। ও কিছুটা অপেক্ষা করল। ভাবল তিন্নি হয়তো ওকে মেসেজ করবে। তিন্নি মেসেজ করল ওকে। কিন্তু না করলেই হয়তো ভালো করত। তাকিয়ে দেখল তিন্নি ওকে লিখেছে, “তুই আর আমার কাছে আসিস না। আমি তোকে সত্যিই ঘেন্না করি।” ফোনটার দিকে তাকিয়ে কিছুক্ষণ বেকুবের মত বসে রইল। কি লিখবে এর উত্তরে ভেবে পেল না। কিছু কি লেখা উচিত? সেটাও ও বুঝতে পারল না। ততক্ষণে তিন্নি অফলাইন হয়ে গেছে। গ্রুপে মেসেজের ঝড় উঠেছে ততক্ষণে। গ্রুপের নোটিফিকেশনটাকে মিউট করে দিয়ে আনমনে আরো একবার অ্যাপে ফেরত গেল ও। কি মনে হতে হিমেরসকে লিখল, “Do you really live in Kolkata?” সঙ্গে সঙ্গে জবাব এল, “Yeah. But why?” কারণটা এককথায় লিখতে পারবে না সেটা ও ভালো করেই জানে। চোখের সামনে তিন্নির মুখটা ভেসে উঠছে। কি করবে ও ভেবে পেল না। অ্যাপে আরো একটা চ্যাট ঢুকল, “Hey are you there?” চোখের কোণটা জ্বলতে শুরু করেছে। কাঁপা কাঁপা হাতে ও টাইপ করল, “Hey man, will you have sex with me??? I badly need this. Coz I am fucked up.”
 
রাত এখন একটা বেজে আটচল্লিশখিদেয় পেটটা জ্বলে যাচ্ছে। হাতের ফোনটায় মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আছে। এটা শেষ হলেই ফোনটা আজকের মত চোখ বুজবে। কিন্তু ও চোখ বুজতে পারবে কি আজ রাতে? মনে পড়ে গেল সন্ধ্যের কথাটা। চ্যাটে কথাটা লিখেই ও লগ আউট হয়ে গিয়েছিল। কথাটা কেন লিখেছিল ও নিজেও জানে না। ঠিক করেছে নাকি ভুল, তাও ও জানে না। ফোনটা হাতে নিয়ে অ্যাপটা খুলে লগ ইন করতেই দেখল হিমেরসের একটা চ্যাট ওর চ্যাট বক্সে পড়ে রয়েছে। খুলে দেখল লেখা রয়েছে, “Are you alright? If you want, I can hear you.” লেখাটা পড়ে মনটা একটু হলেও অন্যরকম হয়ে গেল। সারাজীবন ওকে কেউ বুঝতে পারেনি। বাবা-মা-ভাইয়া। কেউ না। এমন কি তিন্নিও পারেনি। এ কি পারবে? মনটা দোলাচলে দুলে উঠল। ও লিখল, “Thanks. Can we meet?” ও লক্ষ্য করেনি, হিমেরস এত রাতেও অ্যাকটিভ আছে। সঙ্গে সঙ্গে জবাব এল, “Of course. Tell me where?” শরীরটা খুব ক্লান্ত লাগছে। ফোনের স্ক্রীণটা লাল হয়ে এসেছে। চার্জ প্রায় শেষ। যেকোনো মুহুর্তে বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি আয়ুষী লিখল, “I’ll talk with you later.” কিন্তু চ্যাটটাকে সেন্ড করার আগেই ফোনটা সুইচড অফ হয়ে গেল।
 
~ অত্র দ্বিতীয়োৎধ্যায়ঃ সমাপ্তঃ ~
[Image: 20240303-191414.png]
[+] 3 users Like রতিদেবী's post
Like Reply


Messages In This Thread
RE: অন্তর্বর্তী শূন্যতা - by রতিদেবী - 23-03-2024, 07:23 PM



Users browsing this thread: 2 Guest(s)