22-03-2024, 11:18 PM
হেনরীদা, আপনি কথা দিয়েছিলেন যে আপনার "মঙ্গলসূত্র" গল্পটিকে পুরো করবেন। ওই গল্পটি আপনার সবচেয়ে ভালো লেখাগুলোর একটি, যদিও অসমাপ্ত। আপনাকে অনুরোধ, আপনি যখন "হেমন্তের অরণ্যে"-এ এখনই হাত দিচ্ছেন না, "মঙ্গলসূত্র" গল্পটিতে নজর দিন। গল্পটি, যতোটা মনে হয়, অর্ধেকের বেশীই সম্পূর্ণ হয়ে গিয়েছিলো। আপনি যতোটা লিখেছেন তার পর থেকে লিখুন, নয়তো, এই গল্পটিকেও নতুন করে সাজিয়ে লিখুন। সম্পূর্ণ প্লটটা নিশ্চয় আগে থেকেই আপনার মাথায় রয়েছে। তবে, আপনি যাই লেখেন তাই সুন্দর হয়ে থাকে। তবুও, এই অনুরোধটাকে একটু বিবেচনা করে দেখবেন।