Thread Rating:
  • 151 Vote(s) - 3.68 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery পদ্ম নাগের বিষ
(14-03-2024, 12:11 AM)Henry Wrote: বড় আপডেট দিব ভেবেছিলাম। পারলাম না। এছাড়া যৌন দৃশ্যগুলির একটি বড় হত। তাকেও ছোট করতে হল। পাঠকের কাছে প্রতিশ্রুতি রেখে পূরণ করতে না পারলে পাঠকের যে আক্রমন আসে সেটাও বড্ড বিরক্তিকর। হয়ত তার জন্যই এই তাড়াহুড়ো। তবে বেশিরভাগ পাঠক পাশে আছেন ধৈর্য্যের সাথে। তাদের জন্য এর পরের আপডেট বড় আসবে। শীঘ্রই।

হেনরীদা, খুবই খারাপ লাগলো। আপনি যাদের মনরক্ষা করতে গিয়ে নিজের লেখার সঙ্গে আপোস করলেন, তারা কখনও বদলাবে না। আগামীতেও আপনি যতো ঘনঘন পর্ব দিন না কেন, তারা সেই লেখা দিন লেখা দিন বলেই যাবেই। কিন্তু এর বদলে যারা আপনার লেখার সত্যিকারের অনুরাগী তাদের মনক্ষুন্ন করলেন, তারা আপনার লেখার জন্য সোৎসাহে অপেক্ষা করে থাকে, যতোই দেরী হোক না কেন। আপনি ভাবুন, একজন পাঠক হিসেবে আপনার প্রিয় লেখকের কাছ থেকে তার সবচেয়ে সেরা লেখাটার আশা রাখেন, না কথা রাখতে হবে বলে মানের-সঙ্গে-আপোস-করা তাড়াতাড়ি দেওয়া কোনো লেখার? কোনটা? আর একজন লেখক হিসেবে আপনি কোনটাকে বেশী গুরুত্ব দিয়ে থাকেন - সর্বোচ্চ মান না কোনোক্রমে দেওয়া একটা লেখা? আপনি নিজেও জানেন কোনটা আপানকে একজন সৃজনকার হিসেবে সবচেয়ে বেশী আত্মতুষ্টি দিয়ে থাকে।

তাই আপনাকে অনুরোধ করবো, আপনার এই পর্বটিকে উড়িয়ে না দিয়ে, যথারীতি সেটাকে রেখে দিয়েই, আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে লিখে উপহার দিন এবং স্পষ্টভাবে উল্লেখ করে দিন যে, এটা ওই পর্বের alternate but the-way-I-desired version। এটাই আপনার সবচেয়ে ভালো প্রত্যুত্তর হতে পারে যারা সবসময় লেখা দিন লেখা দিন বলে চেঁচায় তাদের প্রতি। কিন্তু আমি বললেই তো হলো না। এর plus side টা হচ্ছে, আপনি এই পর্বের অনেকটাই লিখে রেখেছেন, বলতে গেলে সিংহভাগই। তাই একটা পুরো পর্বের পরিশ্রম করতে হবে না। কিন্তু, minus side টা হচ্ছে, লিখতে গেলে ভাবতে হয়, পরিশ্রম করতে হয়, যতোই দু'লাইন হোক কি এক প্রবন্ধ। তাই যা কিছু করবেন সেটা আপনার পছন্দমতো। আমরা কোনো মতেই এই অবস্থানে নেই যে আপনাকে জোর করতে পারি। আপনি লেখা দিচ্ছেন তাতেই আমার মতো পাঠকরা অনেক সন্তুষ্ট।

আপনার লেখার প্রথম থেকেই গুণমুগ্ধ অনুরাগী ছিলাম। আপনার এই লেখাটাও দারুণ। তবে খারাপ লাগলো এটা জেনে যে এতে আপনি আপনার সেরাটা দিতে পারেননি। আপনার সেরাটা না পাওয়ার দুঃখটা রইলো।

ভালো থাকবেন।
[+] 3 users Like ray.rowdy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
পদ্ম নাগের বিষ - by Henry - 21-10-2023, 11:21 PM
RE: পদ্ম নাগের বিষ - by ray.rowdy - 18-03-2024, 08:52 PM



Users browsing this thread: 42 Guest(s)