14-03-2024, 08:39 AM
কমেন্ট আর রেপু দিয়ে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।
ভাই লম্পট, আপনার ভূয়সী প্রশংসার প্রত্যুত্তরে আমি কি ভাষায় যে ধন্যবাদ দেবো, সেটা সত্যিই আমার জানা নেই। শুধু এইটুকুই বলি, আশা করি এইভাবেই আপনি আমার পাশে থাকবেন। আর একটা কথা এখানে জানিয়ে রাখি। দোলাচল সিরিজের এই নব্য কাহিনীটিও সম্ভবত ছোটগল্প হতে চলেছে। বড়গল্পই লেখার পরিকল্পনা ছিল। কিন্তু সামনেই মান্থ এন্ড। তাই গল্পটিকে বেশি বড় করতে হয়ত পারবো না।
মাগীখোর দাদা, আপনার লেখাও আমি পড়েছি। অতি উত্তম লেগেছে। আপনার লেখায় মুন্সিয়ানার ছাপ রয়েছে। আপনার মতো প্রতিভাশালী লেখক যে আমার গল্পগুলি পড়েন আর আপনার যে সেগুলি ভালো লেগেছে, এইটি আমার কাছে এক গর্বের বিষয়।
সবাই ভালো থাকবেন,
লাভ৬৯
ভাই লম্পট, আপনার ভূয়সী প্রশংসার প্রত্যুত্তরে আমি কি ভাষায় যে ধন্যবাদ দেবো, সেটা সত্যিই আমার জানা নেই। শুধু এইটুকুই বলি, আশা করি এইভাবেই আপনি আমার পাশে থাকবেন। আর একটা কথা এখানে জানিয়ে রাখি। দোলাচল সিরিজের এই নব্য কাহিনীটিও সম্ভবত ছোটগল্প হতে চলেছে। বড়গল্পই লেখার পরিকল্পনা ছিল। কিন্তু সামনেই মান্থ এন্ড। তাই গল্পটিকে বেশি বড় করতে হয়ত পারবো না।
মাগীখোর দাদা, আপনার লেখাও আমি পড়েছি। অতি উত্তম লেগেছে। আপনার লেখায় মুন্সিয়ানার ছাপ রয়েছে। আপনার মতো প্রতিভাশালী লেখক যে আমার গল্পগুলি পড়েন আর আপনার যে সেগুলি ভালো লেগেছে, এইটি আমার কাছে এক গর্বের বিষয়।
সবাই ভালো থাকবেন,
লাভ৬৯