09-03-2024, 12:38 AM
(This post was last modified: 09-03-2024, 12:39 AM by ray.rowdy. Edited 1 time in total. Edited 1 time in total.)
তোমার লেখা খুবই সুন্দর। আর কখনও চাইবো না তাড়াহুড়োর করে লেখার মানের সঙ্গে আপোস করো। কিছুটা দেরী হলে কোনো আপত্তি নেই, তবুও লেখার মানের সঙ্গে কোনো আপোস করো না।
এখন তোমার গল্পের কাহিনী খুব সুন্দরভাবে বুনে তুলেছো। খুব কম বাংলা লেখায়, এমনকি মূলধারায়ও এই ধরণের প্লটের দেখা খুব কম মেলে - যেখানে ছোটো ছোটো আদতে বিছিন্ন ঘটনা/চরিত্র অভিসারী হয়ে এক সমাপতনের দিকে এগিয়ে যায়। যদিও তোমার গল্পের মূল চরিত্ররা ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত, তবুও তোমার কাহিনীর স্বকীয়তা কোনো অংশে কম হয়ে যায় না। একটি খুব জনপ্রিয় অসাধারণ ইংরেজী সিনেমা 'Pulp Fiction' আর হিন্দীতে 'এক চলিশ কি লাস্ট লোক্যাল'-এ এই ধরণের story telling দেখা যায়। এটা না মেনে কোনো উপায় নেই যে এই ধরণের কিছু ভাবতে গেলে মগজান্ত্রের যথেষ্ট ব্যবহার করতে হয়। তুমি এই ভাবেই লিখতে থাকো।
খুব সুন্দর হচ্ছে। পরবর্তী পর্বের সাগ্রহে অপেক্ষায় রইলাম।