05-03-2024, 07:34 PM
পরিচ্ছদ ২ - পরিচিতি
অনুরাধা – সময় যত গড়াচ্ছে, বেলা যত বাড়ছে ততই বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দটা যেন বেড়েই যাচ্ছে। মনের মধ্যে একটা আকুল আগ্রহ তৈরী হচ্ছে বারবার ফোনটাকে একবার হাতে নিয়ে দেখার জন্য। অ্যাপটা একবার হলেও খোলার জন্য। কিন্তু পারছে না। মন আর মস্তিষ্কের যুদ্ধে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে ও নিজে। মন বলছে, ‘একবার খুলেই দেখা যাক না, কি ব্যাপার।’ কিন্তু মস্তিষ্ক বলছে, ‘খবরদ্দার না! এসব নোংরা জিনিস না দেখাই ভালো। সু যদি জানতে পারে, তাহলে কি হবে। কি ভাববে ও আমার সঙ্গে।’ একবার ভেবেছিল অ্যাপটা ডিলিট করে দেবে। মনের মধ্যে একটা দোনামনা ছিল। কিন্তু কিছু একটা ভেবে শেষপর্যন্ত আর অ্যাপটাকে ডিলিট করা হয়ে উঠল না। সেটা বহাল তবিয়তে রয়েই গেল ওর ফোনে। কিন্তু সেটা খুলল না। তপতী ফোনটা রেখে দেওয়ার পর থেকে মনটা কেমন যেন করছে। বাড়ির কাজের ফাঁকে ফাঁকে যখন ফোনটা চোখে পড়েছে, ততবারই বুকটা ধড়াস করে উঠেছে। যেন ওটা ফোন নয়, কোনো টাইম বম্ব। কেবল ফাটার অপেক্ষা। ঘর সংসারের টুকটাক কাজের মধ্যেই একবার অনিচ্ছা সত্ত্বেও ফোনটাকে হাতে তুলে নিল ও। অ্যাপটা খুলেও ফেলল। তপতীর থেকে জেনে নিয়ে আগেই ইউজার নেম আর পাসওয়া্র্ড একটা তৈরী করে রেখেছিল ও, সেটা যথাস্থানে লিখে লগ ইন করতে যাবে, হঠাৎ করে দরজার বেলটা বেজে উঠল সশব্দে। চমকে উঠে হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার জোগাড় হল বটে, কিন্তু পড়ল না। বিয়ের এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পর ও আজকে প্রথমবার জানতে পারল ওদের দরজার কলিং বেলের আওয়াজটা বড়ই কর্কশ। খুব কানে লাগে। ফোনটাকে রেখে দিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল ওর কাজের মেয়ে সোমা। ও একবার ঘাড় ঘুরিয়ে ডাইনিংয়ের ঘড়িটার দিকে তাকালো। সবে ন’টা বেজে সাঁইত্রিশ। সু আর বাবান মাত্র আধঘন্টা হল বেরিয়েছে। কিন্তু ওর মনে হচ্ছিল যেন একযুগ সময় পেরিয়ে গেছে। সোমা ঘরে ঢুকেই শশব্যস্ত হয়ে পড়ল। “আসতে একটু দেরী হয়ে গেল বৌদি। কি করবো বলো, চন্দ্রিমা কাকীমার আর হয় না। জানোই তো, একবার বাথরুমে ঢুকলে আর বেরোতে চায় না। চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা বসে গেল, তবুও বেরোয় না। শেষমেশ আমি রেগে মেগে বললাম, আমি যাচ্ছি অনুবৌদির ফ্ল্যাটে। তুমি বাথরুমেই বসে থাকো, আমি আসি। তবুও বেরোয় না। রোজ রোজ আর ভালো লাগে না বাপু। এতক্ষণ ধরে বাথরুমে বসে যে কি করে, স্বয়ং ভগবানই জানে...।” একটানা কথা বলতে শুরু করেছে সোমা। এর প্রত্যেকটা কথা ওর জানা, শোনা ও মুখস্থ। কারণ প্রতিদিনই দেরী করে এসে একই বাহানা দেয় মেয়েটা। অন্য দিন হলে হয়তো ও একটু হলেও রাগ করতো। হয়তো দু চার কথাও শুনিয়ে দিতে পারতো। কিন্তু আজকে ওর ইচ্ছা হল না। কেবল ওকে বলল, “আর কথা বলিস না, সোমা। অনেক দেরী হয়ে গেছে। আগে বাসনগুলো মেজে ফেল। তারপর ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিবি। তারপর যাওয়ার আগে বেড প্যানটা পরিষ্কার করে, ঠাকুমাকে চান করিয়ে দিবি। বুঝলি? আমি চান করতে যাচ্ছি।” তারপর থেমে বলল, “আর শোন, কিচেনে তোর পাঁউরুটি আর চা রেখেছি। খেয়ে নিবি।” সোমা আর কথা না বাড়িয়ে ঘাড় নেড়ে কিচেনে ঢুকে গেল। ও একটা তোয়ালে হাতে নিয়ে একবার আড়চোখে ডাইনিং টেবিলে রাখা নিজের ফোনটার দিকে তাকিয়ে বাথরুমে ঢুকে পড়ল।
সু আর বাবানের কিছু নোংরা কাপড় কেচে নিয়ে জল ঝরতে দিয়ে এবার স্নানের প্রস্তুতি করতে লাগল ও। বাথরুমের দরজাটা বন্ধ করতেই অল্প পরিসরে নিজেকে একা পেল। হাইসকোটটা খুলে ফেলে দিল এক কোণে। ঘরেতে ব্রা পরার অভ্যেস ওর নেই। পরার অবশ্য দরকারও পড়ে না। ঘরে ও ছাড়া আর আছেটাই বা কে। শয্যাশায়ী শাশুড়ি থেকেও একপ্রকার নেই। তাই আলাদা করে ব্রা পরার কোনো প্রয়োজনীয়তা ও খুঁজে পায়না। তবে প্যান্টি পরে থাকে। ঘরে অতিথি অভ্যাগতরা এলে অবশ্য আলাদা ব্যাপার। তখন দুটোই পরতে হয়। তবে সেটাও আলেকালে। ওদের ঘরে আত্মীয় কুটুম প্রায় একপ্রকার আসে না বলতে গেলে। বাবা-দাদা-বৌদি কেউই এলে রাত কাটায় না। মা এলে দু চারদিন থাকে। তাও বিয়ের পর হাতে গোণা। প্যান্টিটাকে খুলে হাউসকোটের পাশেই ফেলে রাখল। প্যান্টিটাকে দেখে একটা মজার কথা মনে পড়ে গেল হঠাৎ করে। বিয়ের পরে সু ইচ্ছে করে ওর সব ব্রা আর প্যান্টিগুলোকে লুকিয়ে রাখত এদিক ওদিক। যাতে ও পরতে না পারে। কম বদমাইশ ছিল সু! সেই কলেজ থেকে প্রেম। তারপর বিয়ে। বাবান পেটে না আসা পর্যন্ত দুজনে চুটিয়ে মজা করেছে। বাবান হওয়ার পরেও করেছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই গতি বোধহয় কমে যায়। হাল্কা একটা দীর্ঘশ্বাস ফেলে শাওয়ারটা চালু করে দিল। একরাশ ঠান্ডা জল ওর চুলগুলোকে ভিজিয়ে দিয়ে নীচের দিকে নামতে শুরু করেছে। ধীরে ধীরে ওর গোটা শরীর ভিজতে শুরু করেছে। আঃ! কি আরাম! দু চোখ বুজে এল ওর। সু-য়ের কথা মনে আসতেই আরো একটা কথা মনে পড়ে গেল। তপতীর কথা। তপতী ওর ছোটোবেলার বন্ধু। যাকে বলে ন্যাংটো বয়সের। দুজনেই একে অপরের হাড়হদ্দ জানে। গতকাল অনেকদিন পরে তপতী ওকে ফোন করেছিল। প্রায় দিন কুড়িক পরে। তাই ফোনটা ধরেই স্বভাবত খুশী হয়ে গেছিল ও। “বল্ কী খবর? অনেকদিন পরে ফোন করলি যে? ভুলেই গেছিলি বুঝি?”
- “না রে, তোকে একটা খবর দেওয়ার ছিল।” তপতীর গলায় কিছুটা হলেও লজ্জার সুর টের পেল।
- “কি খবর রে?”
- “একটা ভালো খবর।”
- “উফ্! কি খবর সেটা বলবি তো?” নিজের ঔৎসুক্য আর লোকাতে পারল না ও।
- “বলছি, বলছি। শোন খবরটা প্রথম তোকেই দিচ্ছি। বরকেও বলিনি এখনও। অফিস থেকে ফিরলে বলবো।” তপতী আসল কথাটা বলার বদলে জিলিপির প্যাঁচ কষতে থাকে।
- “থাক। তোকে আর বলতে হবে না। এত হেঁয়ালী করলে আমি শুনতেও চাই না।” গলায় বিরক্তি এনে স্পষ্ট জানায়।
- “উফ! রেগে যাচ্ছিস কেন?” বন্ধুর রাগ আর বিরক্তি কমানোর জন্য হালকা গলায় বলে তপতী।
- “রাগবো না?! তখন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস, মেন কথাটা বলছিসই না।”
- “বলছি শোন। আমি আবার কনসিভ করেছি।” এবারে আর দেরী না করে এক নিঃশ্বাসে কথাটা বলে তপতী।
- “মানে?!” বন্ধুর কথায় ও একইসাথে আনন্দিত আর আশ্চর্য দুটোই হয়।
- “মানে আই অ্যাম প্রেগন্যান্ট ওয়ান্স এগেন!” গলায় লজ্জার ভাব এবারে অনেকটাই।
- “বাহঃ! এতো দারুণ খবর!” রাগের বদলে উচ্ছাস ঝরে পড়ে ওর গলায়।
- “তাহলে, বলিনি ভালো খবর আছে?”
- “সত্যিই ভালো খবর! তা কনফার্ম করেছিস তো?”
- “হ্যাঁরে, আজকেই কনফার্ম করেছি। দুমাস হচ্ছে।”
- “আগে টের পাসনি?”
- “পেয়েছিলাম, তবে আজকে কনফার্ম হলাম।”
- “কনগ্র্যাটস রে। তবে হঠাৎ করে এতবছর পরে আরেকটা ইস্যু নিলি?”
- “আর বলিস কেন ভাই? সব হঠাৎ করেই হয়ে গেল। বর বলল চলো আরেকটা নিই।”
- “আর তুই রাজী হয়ে গেলি? দুজনকে সামলাতে পারবি একলা হাতে?”
- “সব পারবো। দুজন মিলে সামলাবো। অসুবিধা হবে কেন?”
- “ওঃ কি প্রেম রে! হিংসে হচ্ছে তোকে দেখে।”
- “হিংসা নয় চেষ্টা করো। তবে তুই চাইলে আমি তোকে হেল্প করতে পারি।” হঠাৎ করেই বলল তপতী।
- “তুই হেল্প করবি?”
- “কেন? পারবো না?”
- “পারবি না কখন বললাম? তুই সব পারিস। তা কিভাবে হেল্প করবি?”
- “সে ব্যবস্থা আছে। তবে তোকে আমার সব কথা শুনে চলতে হবে। আমি যেমন যেমন বলবো তেমন তেমন করতে হবে। আমি ফল পেয়েছি বলেই তোকে সাজেস্ট করছি।” তপতী সিরিয়াস গলায় বলল।
- “কি করেছিস তুই?” বন্ধু যে কেবল ফাঁকা আওয়াজ দিচ্ছে না, সেটা ও পরিষ্কার বুঝতে পারল।
- “বলছি শোন। মাসদেড়েক আগে হঠাৎ একদিন বর অফিস থেকে ফিরে আমায় বলল...”
তপতী বলে চলল। ও শুনে চলল। নীরবে। নিঃশব্দে। প্রথম প্রথম ওর বিশ্বাস হচ্ছিল না। তপতী হয়তো মজা করছে। এরকম আবার হয় নাকী? তাও আবার কলকাতার মত একটা শহরে? কিন্তু কিন্তু ধীরে সব কথা শোনার পর ওর মনের ভাবটাই পরিবর্তন হয়ে গেল। এরকমও যে হতে পারে সেটা ও কোনোদিন কল্পনাও করেনি। অবশ্য ওর কল্পনার জগৎটা ওর বাস্তবের মতই সীমিত পরিসরের। বর। ছেলে। আর ও। ব্যাস শেষ। এর বেশী কোনোদিন কল্পনাও করেনি। বিয়ের পর থেকে অনেকগুলো বছরই তো কেটে গেল, কই ওর মনে তো সু ছাড়া আর কিছু কোনোদিন আসেনি? আজও যখন সু –এর সঙ্গে ঘনিষ্ঠ হয়, কত সাবধানতাই না নেয়। বাবান ঘুমিয়েছে কিনা। জানালাটা ঠিক মতো বন্ধ হয়েছে কিনা। পর্দাটা ঠিক করে টানা হয়েছে কিনা। ঘরের আলোটা নিভিয়ে দাও। আরো কতকিছু। বরের সঙ্গে ঘনিষ্ঠ সময়েও কত সাবধানতা। আস্তে করো, শব্দ হচ্ছে। বাবান উঠে পড়বে। মুখে কথা বলো না। আরো কতকিছু। সেখানে ওর মত একটা অতি সাধারণ, ঘরোয়া, ছাপোষা নারী তপতীর বলা কথাগুলোয় বিশ্বাস করবেই বা কি করে? বিশ্বাস করতে ভয় হয় যে। যদি এগুলো সত্যি হয়?
দুপুরে ভাত খাওয়ার পরে মাকে ফোন করা একটা নিত্যদিনের অভ্যাস ওর। কিন্তু আজ প্রথমবার সেই অভ্যাসে ছেদ পড়ল। খাওয়াদাওয়া শেষ করে, ডাইনিং টেবিলটা মুছে, বাসনপত্রগুলো মেজে নিয়ে সোজা শোওয়ার ঘরে চলে এল। বাবান বিছানায় শুয়ে ঘুমিয়ে কাদা। সেই বিকালের আগে উঠবে না। ঐদিক থেকে নিশ্চিন্ত। ফোনটা চার্জ হচ্ছিল। চার্জ থেকে খুলে নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসল। পিঠে বালিশটা দিতে আরো আরাম হল যেন। ফোনটা হাতে নিতেই তপতীর কালকের বলা কথাগুলো কানের কাছে আরো একবার ভেসে উঠল। “আমার কথা বিশ্বাস কর, অনু। আর যাই হোক, তোর কোনো ক্ষতি হোক আমি চাইব না। এটা কেবল টাইম পাসের জন্য। একবার অ্যাপটা ইউজ কর। দেখবি এই জগতে কত কিছু আছে, তুই এতদিন তার হদিস জানতিসই না। এতে দেখবি আখেরে তোর লাভই হবে। তোর সেক্স লাইফ আরো এক্সাইটেড হয়ে যাবে। একবার ইউজ করে দেখ, পছন্দ না হলে ডিলিট করতে কতক্ষণ?...” ঘাড় ঘুরিয়ে আরো একবার বাবানের দিকে তাকালো ও। গভীর ঘুমে আচ্ছন্ন। আশ্বস্ত হয়ে প্রথমে ফোনটাকে সাইলেন্ট করল। তারপর ব্লুটুথ হেডফোনটাকে কানে গুঁজে নিল। ও চায় না কোনো অবাঞ্ছিত আওয়াজ ছেলের কানে যাক। লগ ইন পেজে ঢুকে নিজের ইউজার নেমটাকে টাইপ করল ও। Lilith99। নামটা কিন্তু ওকে তপতীই সাজেস্ট করেছিল। ওর পছন্দও হয়ে গেছিল। নেটে দেখেছে লিলিথ হচ্ছে প্রথম পুরুষ অ্যাডামের প্রথমা স্ত্রী। তাই ওটাকেই রেখেছে। লিলিথ। নামটা বেশ মিষ্টি। নেট থেকে বেছে বেছে একটা ছবিও ডাউনলোড করে প্রোফাইল পিকচার করেছে। জন কলিয়ারের আঁকা একটা ছবি। নগ্ন দেহী একটা নারী শরীরকে পেঁচিয়ে আছে একটা কালো ও লম্বা সাপ। এক দৃষ্টে ওই ছবিটাই ওর পছন্দ হয়ে গেছিল। তাই ওটাকেই প্রোফাইল পিকচার করেছে। অল্পক্ষণ সময় লাগল লগইন হতে। লগ ইন হওয়ার পর একটা নতুন পেজ খুলে গেল। প্রথমে একটা প্রোফাইল তৈরী করতে হবে। আর তার জন্য ওর কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। আগে থেকে তপতী সবকিছু শিখিয়ে দিয়েছে। ওর কথা মতই কিছু ইনফরমেশন ইচ্ছে করেই ভুল দিল। যেমন – বয়স ২৫। গায়ের রঙ – ফর্সা। হাইট – 5 ফুট 3 ইঞ্চি। এরকম আরো কিছু। কিন্তু এর পরের প্রশ্নগুলো যেন আরো ডার্ক হতে শুরু করল। Your Type – Dominant / Slave. এই প্রশ্নের অর্থ ও বুঝতে পারল না। অনেক ভেবে Slave অপশনটাতেই ক্লিক করল। পরের প্রশ্ন – You are interested in – Men / Women / Both. এটার উত্তর তপতী আগেই ওকে শিখিয়ে রেখেছিল। ও Both –এ ক্লিক করল। এর পরের প্রশ্নে ও আরো ভড়কে গেল। Your favourite sex position – Missionary / Doggy / Horse Riding. কোনটা ক্লিক করবে ভেবে পেল না। তিনটে পজিসনেই সু ওকে করে থাকে। তবে মজা হয় সবচেয়ে বেশী Missionary তেই। তাই ঐটাতেই ক্লিক করল। এরকম আরো অনেক রকমের ডার্ক আর ইন্টিমেট প্রশ্ন। মাথা ঠান্ডা করে এক এক করে ক্লিক করে যেতে লাগল। সবশেষের প্রশ্নটাতে এসে আরো একবার হোঁচট খেল। বুঝে উঠতে পারল না কি করবে। প্রশ্নটা ছিল – Do you want your face blurred – Yes / No. ও Yes তে ক্লিক করল। তবে নীচে লেখা ছিল ও চাইলে যখন খুশী এই অপশনটি চেঞ্জ করতে পারবে। কিন্তু ও জানে এই অপশনটা কোনোদিনই চেঞ্জ করবে না। কারণ এই অ্যাপে নিজের মুখ দেখানোর কোনো ইচ্ছেই ওর নেই। সবশেষে লোকেশনে কেবল Kolkata লিখল। ওর প্রোফাইলটা এতক্ষণে তৈরী হল। বেশ অনেকটা সময়ই লাগল। ঘেমে উঠেছে এরমধ্যে। সেটা গরমে নাকি উত্তেজনায় বুঝে উঠতে পারল না। কপাল আর গলার ঘামগুলো মুছতেই ও বুঝতে পারল জল তেষ্টা পেয়েছে। এই রে, জলটা তো ডাইনিং টেবিলেই রয়ে গেছে। তাড়াতাড়িতে আনা হয়নি। ফোনটাকে বিছানায় ফেলে রেখে ঘরের বাইরে বেরিয়ে এল। টেবিল থেকে জলের বোতলটা তুলে নিয়ে ছিপি খুলে কিছুটা জল গলায় ঢালল। আহঃ! কি আরাম! জলের বোতলটাকে হাতে নিয়ে আবার শোওয়ার ঘরে ফেরত এল। ঘরে ঢুকেই প্রথমেই ওর চোখটা পড়ল বিছানায় রাখা ফোনটার উপরে। লক স্ক্রিণের আলোটা নিঃশব্দে জ্বলছে। সাইলেন্ট থাকার কারণে কোনো আওয়াজ হয়নি। তাড়াতাড়ি এসে ফোনটাকে হাতে তুলে নিল। ও যা ভয় পেয়েছে, তাইই। অ্যাপটার একটা নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশন আইকনটাতে আঙুল বোলাতেই নীলচে বৃত্তটা ঘুরতে শুরু করল। তারপর ফুটে উঠল একটা লেখা। Baphomet34 wants to be your partner – Accept / Decline. প্রথমেই যেটা ওর চোখে পড়ে, সেটা হল নাম। Baphomet34। বিড়বিড় করে নামটা আরো একবার পড়ল ও। যদিও মানেটা ওর জানা নেই। নামের উপরে ক্লিক করে প্রোফাইলটায় ঢুকল। বয়স – 27। Male, Dominant, interested in Women, lives in Kolkata. এগুলো ছাড়াও আরো বেশ কিছু ইনফরমেশন ছিল, যেগুলো পড়তে পড়তে ওর কান আর মাথা দুটোই গরম হয়ে গেল। যদিও ‘আট ইঞ্চি’র কথাটা ওর একেবারেই বিশ্বাস হল না। যাই হোক। সব ইনফরমেশনগুলো পড়ার পরে ও বুঝতে পারল ফোনের স্ক্রিণে ওর আঙুলগুলো আরো একবার অস্থির হয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। অনেক ভেবে অবশেষে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে Accept বোতামটায় ক্লিক করল অনুরাধা।