03-03-2024, 02:30 AM
(25-02-2024, 11:21 PM)Henry Wrote: ---সে জইন্য তো শম্ভুটারে ফাঁসাই লিছে। মাগীর বয়স তো চল্লিশ হছে। বড় জোর একটা বাচ্চা বিয়াইতে পাইরবে, তারপর শম্ভু চাইলেও যখুন পারবে লাই, তখুন দিখবে শম্ভু বেদেটা কি আছে।
---তখুন লা হয়, তু পোয়াতি হবি। তুর তো বয়স কম। শম্ভু তুকে পোয়াতি কইরবে! হেসে বলল কথাটা ষষ্ঠীপদ।
লতা আর কোনো কথা বলল না। নিরুত্তর থাকলো। কেবল ঘন শ্বাস প্রশ্বাসে তার রাগ স্পষ্ট।
চলবে।
লতা একথা বলছে - আশ্চর্য! গ্রামের রমণীরা মধ্য বয়স অবধি ঊর্বরা থাকে দেখা যায়। মা মেয়ের একসাথে দুতিন বাচ্চা হয়েছে এবং পরের বারের জন্যে দুজনেই পোয়াতি বিরল নয়।