02-03-2024, 02:34 PM
(02-03-2024, 08:12 AM)radio-kolkata Wrote: আপনি হয়ত জানেন - এখানে নেগেটিভ ষ্টার রেটিং এবং রেপুটেশন দেবার কিছু পাবলিক আছেন। অন্য লেখকদের থেকে জেনেছি তারা নতুন নতুন আইডি বানিয়ে এই কাজ টি করে যান।
এটাই প্রমান করে যে আপনি এখন "নামী" লেখক।
নামি লেখক হবার অভিপ্রায় আমার কোনদিনই ছিল না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার লেখালিখি।
একটা লেখা সবার পছন্দ হবে, সেটা কখনোই সম্ভব না। কিন্তু কি কারণে অসন্তুষ্ট হচ্ছেন সেটা জানালে, তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারি।
(02-03-2024, 09:52 AM)reigns Wrote: একটা নেগেটিভ কিছু দেখলেই লেখকরা লেখা থামিয়ে দেয়। পাঠকদের প্রশংসার কোন দামই নেই তাদের কাছে। এজন্যই কমেন্ট এতো কম দেখা যায়। আমরা যারা কমেন্ট করি, প্রশংসা করি, আমাদেরও কমেন্ট বন্ধ করে দেওয়া উচিত। যেহেতু আমাদের কমেন্টের কোন মূল্যই নেই, সময় নষ্ট করে কমেন্ট না করাই ভালো।
আপনাদের করা কমেন্টগুলোই তো আমাদের লেখার অনুপ্রেরণা। নেগেটিভ কমেন্টগুলো মনকে বড্ড আঘাত করে।
যাই হোক, আপনারা যখন চাইছেন, আবার লেখালেখি শুরু করব। কয়েকটা দিন ছুটি চাইছি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। লেখাটাকেও একটু এগিয়ে নিয়ে যাই।
নমস্কার। ভালো থাকবেন।