01-03-2024, 09:41 PM
(28-02-2024, 11:50 PM)Henry Wrote: নানা মুনির নানা মত। পাঠকের মতামত কারোর উত্তর হলে কারোর দক্ষিণ, কারোর সটান পূর্ব বা উল্টোদিকের পশ্চিম। কারোর ঊর্ধ্ব তো কারোর অধঃ। তবু ভালো লাগে পাঠক মতামত দেন বলেই। না দিলে সমর্থন, উদ্দীপনা কোনোটাই মেলে না। তবে সব মতের মিল হবে না। কারোর মতের সাথে অন্তের মিল হলেও হতে পারে। আসলে আমি যখন লিখি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত, তখন প্লট একটা রেডি করে নিই। সেটা হতে পারে কোনো উপন্যাস বা সিনেমার সংমিশ্রনে বা কোনো বাস্তবিক ঘটনার সঙ্গে মেলবঙ্গন ঘটিয়ে, নতুবা নিছক কল্পনা বা পাঠকের ফ্যান্টাসি। প্লটগুলির একটা নির্দিষ্ট এন্ডিং আগে থেকেই ঠিক করা থাকে। গল্প শেষ হবে সেভাবেই। হয়ত তাতে সব পাঠক খুশি হবেন না। তবু হতে তো হবেই শেষ। হেমন্তের অরণ্য এর ক্ষেত্রে এটাই ছিল সমস্যার। তার শেষটা প্লটে ভেবেছিলাম না। কিন্তু লিখতে লিখতে একটা সময় শেষটা নিয়ে যা উচিত ছিল বলে মনে হল, তা লিখলে দীর্ঘায়িত হয়ে যাবে। এবং প্রতিটা আপডেটে যেহেতু ছবি দিচ্ছিলাম, তাহলে এই ছবি আঁকতে ব্যক্তিজীবনের অনেক সময় চলে যাবেও। সেই দোলাচলে আটকে আছে গল্পটা।
ধন্যবাদ হেনরির গল্পের পাঠকদের। তবে দুর্ভাগ্য xossipy এ বড্ড লেখকের অভাব, হাতে গোনা কয়েকজন ছাড়া। আবার যারা ভালো লিখছেন তাদের গল্পের ক্যাটাগরি আমার পছন্দ নয়। লেখকও তো পাঠক। সেই স্বাদ পূরণ হচ্ছে না।
darun !! songe chi ...