Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
।। ভ্রমণ।। 

 
যদি বেড়াতে যাই তোকে নিয়ে কোথাও-
তোর বাবার কি? 
আমার সিটের পাশেই তুই বসবি  ঘেঁষাঘেষি-
তোর কিলিপ  আঁটা চুল - ফরফর  করে খুলে যাবে-
লম্পট বাতাস কে শিখিয়ে দেবো-ঠিক কি করে
জানলার ছিটকিনি কে নষ্ট করতে হয়-
বাসের জার্কিংকে বলে দেবো-ঠিক
কখন খুলে ফেলবে তোর বুকের ব্রোচ-ঢাকনা-
বলে দেবো রাস্তা র সব হাম্প  -বাম্পার কেও-
সাংঘর্ষিক লাফানো যেন ছুঁইয়ে দেয় তোর কাঁধের
কাঁচা সোহাগ। তোকে নিয়ে  যা ইচ্ছে  তাই  করবো
--? ? ? ? ? 
তোর বাপ্ -তার বাপ - তোর চৌদ্দ পুরুষের কি রে??? 
 
--এসবই  করবো-
তুই আমাকে  লম্পট বলবি, বল--
তুই আমাকে অসভ্য ও বলতে পারিস--, বলিস  --
তুই আমার নামে এজেন্ট কে কম প্ল্যান ও করতে
পারিস ---করগে  যা---
আমি যা খুশি
লন্ডভন্ড করবো, তছনছ। 
 
সবাই বলবে ছিঃ
সবাই ঘৃণা করবে, জানি
বলবে- বংশের কুলাঙ্গার --
এজেন্ট -মাঝপথেই বাস থামিয়ে 
প্রচন্ড মার মারবে-
আমি কাঁদবো না--
এক ফোঁটা জল ও পড়বে না-
পাবলিক  আমার মাথা  ফাটিয়ে  দেবে 
গলগল  করে  লাল তাজা  রক্ত  গড়াবে -
আমি  কিছু ই বলবো না-
শুধু  আড় চোখ  তোর  দিকে ই  তাকিয়ে থাকবো--
আর শুনবো---
কোনো যাত্রী র  ফিসফিস  - - বলছে
দেখো,  ঐ মেয়েটাও  এখন  চোখের জল মুছছে।
 
#
 
বিশ্বাস  আর  নাই  কর----
আমার শরীরে   -মনে  এখন
কোনো যন্ত্রনাই   নেই  রে  । 
 
একটা শীতল হাত  -
আস্ত  -উপশম  হয়ে  গেছে  । 
 
তিন সত্যি----
 
বেদনা নয়,  এখন  আরাম  পাচ্ছি   , আরাম। 

Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 26-02-2024, 07:30 PM



Users browsing this thread: 9 Guest(s)